এবার নতুন করে ফের শিক্ষক নিয়োগ করতে চায় রাজ্য। গত বৃহস্পতিবার সরকারের বর্ষপূর্তিতে স্কুল সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, শীঘ্রই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য কমিশন জানাবে। শুধু তাই নয়, নিয়োগ যে দ্রুত শুরু করা হবে সেই বিষয়েও বিজ্ঞপ্তি দেয় কমিশন। এবার সেই নিয়োগের জন্য কত সংখ্যক শূন্য পদে শিক্ষক নিয়োগ হবে তা চূড়ান্ত করল রাজ্য স্কুল শিক্ষা দফতর।
সূত্রের খবর, ২০ হাজারেরও বেশি শূন্য পদে নিয়োগ করবে রাজ্য। ইতিমধ্যেই নিয়োগের জন্য রোস্টার তৈরি করে ফেলেছে মধ্যশিক্ষা পর্ষদ। স্কুল সার্ভিস কমিশনের কাছে সেই প্রস্তাবিত ফাইলও পাঠানো হচ্ছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, নবম-দশম স্তরের নিয়োগের ক্ষেত্রে অর্থাৎ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে রয়েছে ১৪ হাজার শূন্যপদ। এবং একাদশ-দ্বাদশ এর স্তরে অর্থাৎ উচ্চ মাধ্যমিক স্তরে শূন্য পদ রয়েছে ছ’ হাজারের বেশি।
বিস্তারিত ভাবে এই শূন্য পদ তৈরি করে ইতিমধ্যেই স্কুল শিক্ষা দফতর স্কুল সার্ভিস কমিশনকে পাঠিয়েছে। কমিশন চূড়ান্ত ভাবে অনুমোদন করে শীঘ্রই বিজ্ঞপ্তি আকারে জানাবে বলে সূত্রের খবর। রাজ্য চাইছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করতে।
গত বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন ‘নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করা হবে। স্বচ্ছভাবে নিয়োগ করা হবে’। ২০১৬ সালের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী ছয় হাজারের বেশি শূন্যপদ তৈরি করা হয়েছে। মূলত নবম- দশম, একাদশ- দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি প্যানেলগুলির মেয়াদ ২০১৯ সালে শেষ হয়ে গিয়েছিল৷ গত বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । গত বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আনুষ্ঠানিকভাবে তা জানান। এই পদগুলিতে কীভাবে নিয়োগ প্রক্রিয়া হবে, সেই সম্পর্কিত তথ্য শীঘ্রই স্কুল সার্ভিস কমিশন জানাবে বলে সূত্রের খবর।