দুদিনের বঙ্গ সফরে এসে শুক্রবারই তাঁর বাড়িতে নৈশভোজ সেরেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সঙ্গে ছিলেন একাধিক বিজেপি নেতাও। যা নিয়ে তুঙ্গে ওঠে রাজনৈতিক তরজা। কিন্তু সেই নৈশভোজের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই একেবারে উলটো ছবি চোখে পড়ল। শনিবার দুপুরে একটি অনুষ্ঠানের মঞ্চে রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিমের পাশে দেখা গেল সস্ত্রীক সৌরভ গঙ্গোপাধ্যায়কে। সেখানে ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট বললেন, ‘মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার কাছের মানুষ।’
অন্যদিকে, শুক্রবার রাতে শাহ এবং তাঁর সঙ্গীদের আতিথেয়তায় সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছিল সৌরভ-জায়া ডোনা গঙ্গোপাধ্যায়কে। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে মন্ত্রী ফিরহাদের দুই পাশে আসন ছিল সৌরভ এবং ডোনার। অনুষ্ঠান শেষে ডোনাও বলেন, ‘দিদি তো অবশ্যই আমাদের কাছের মানুষ।’ পাশাপাশি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সৌরভকে নিয়ে জল্পনা আরও উসকে দিয়ে তিনি বলেন, সৌরভ রাজনীতিতে এলে ভালই করবেন। তাঁর কথায়, ‘জল্পনা করাই তো মানুষের কাজ। যদি সত্যি কিছু হয় তাহলে তো মানুষ জানতেই পারবেন। তবে এটুকু বলতে পারি, সৌরভ রাজনীতিতে এলে মানুষের জন্য ভাল কাজই করবেন।’ সৌরভ ঘরণীর এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।