রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবারই রান্নার গ্যাসের দাম ৫০ টাকা বৃদ্ধি পেয়েছে। এর আগে রান্নার গ্যাসের ১৪.২ কেজি সিলিন্ডারের দাম ছিল ৯৭৬ টাকা। সেটা বেড়ে হয়েছে ১০২৬ টাকা। অর্থাৎ হাজারের গণ্ডি পেরিয়ে গিয়েছে এক হাজারের গণ্ডি। তাই নিয়েই কেন্দ্রীয় সরকারকে তোপ দাগলেন মমতা।
একটি টুইটে মমতা লিখেছেন, কেন্দ্রীয় সরকার অবিলম্বে দেশের সাধারণ মানুষকে অত্যাচার করা বন্ধ করুক। বার বার করে জ্বালানির দাম বাড়িয়ে, এলপিজির দাম বাড়িয়ে ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে গ্রেট ইন্ডিনায় লুঠ চালাচ্ছে বিজেপি। সাধারণ মানুষকে বোকা বানানো হচ্ছে।
ভোজ্য তেল, চাল থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় জিনিসের চড়া দামে এমনিতেই মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষের মাথায় হাত পড়েছে৷ পেট্রোল- ডিজেলের চড়া দামে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আরও বেড়েছে৷ এবার তার সঙ্গে যুক্ত হল রান্নার গ্যাসের দাম৷ এক হাজার টাকার উপরে খরচ করে রান্নার গ্যাস নেওয়া অনেকের পক্ষেই সম্ভব হবে কি না, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে৷ কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে ভর্তুকি ঢুকছে, তাও নগণ্য বলে অভিযোগ৷
শুধু তাই নয়, খাতায় কলমে ১০২৬ টাকা দাম হলেও প্রায় সর্বত্রই গ্যাস দিতে এসে অতিরিক্ত অর্থ দাবি করেন গ্যাস সরবরাহকারী সংস্থার ডেলিভারির দায়িত্বে থাকা ব্যক্তি৷ ফলে সবমিলিয়ে আজ থেকে গ্যাস নিতে গিয়ে ১০৫০ টাকার কাছাকাছি খরচ পড়ে যাবে৷