গত কয়েকদিন ধরেই কর্ণাটকের সব ছাপাখানা সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে। কারণ কাগজের ভয়াবহ আকাল। কাজ চালিয়ে যাওয়ার মতো যা কাগজ ছিল, তা খরচ করা হয়ে গিয়েছে। স্টকে আর কাগজ নেই। আর তার ফলে পাঠ্যবই ছাপান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে তারা।
কর্ণাটকের পাঠ্যবই প্রকাশনা সংগঠন সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গত ২৭ এপ্রিল শিক্ষামন্ত্রী এবং শিক্ষা মন্ত্রকের পদস্থকর্তাদের তারা একটি চিঠি পাঠিয়েছিল। সেখানে বলা হয়েছে, কাগজের দাম সম্প্রতি অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছে। বেড়েছে ৪০ শতাংশ। প্রতি টন কাগজ কিনতে আগে লাগত ৬০ হাজার টাকা। আর এখন তার দাম ৯০ হাজার টাকা। এই দাম দিয়ে কাগজ কিনে পাঠ্যবই প্রকাশ করা সম্ভব নয়।
উল্লেখ্য, বিজেপি শাসিত এই রাজ্যে মোট প্রকাশনা সংস্থার মধ্যে ২১টি সংস্থা স্কুল-কলেজের বই প্রকাশ করে। জানা গিয়েছে, মোট পাঠ্যবইয়ের ৬৪ শতাংশ ছাপান হয়ে গিয়েছে। ৬১ শতাংশ বই ছাপান বাকি আছে।