এবার দক্ষিণ আফ্রিকার লিগেও দল কিনতে পারে ভারতীয় ফ্যাঞ্চাইজিগুলি। আইপিএলের দলগুলি। মুম্বই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস, দিল্লী ক্যাপিটালস এবং রাজস্থান রয়্যালসের মতো দলগুলি দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে দল কিনতে আগ্রহী। আগামী বছর জানুয়ারি মাসে সেই প্রতিযোগিতা শুরু হতে পারে। দক্ষিণ আফ্রিকায় এর আগে দু’বার টি-টোয়েন্টি লিগ তৈরি করা হয়েছিল। কিন্তু দু’বারই তা ব্যর্থ হয়। প্রথমে ২০১৭ সালে গ্লোবাল টি-টোয়েন্টি লিগ তৈরি করা হয়েছিল। সেটা এক বছর হয়েই বন্ধ হয়ে যায়। এর পর জান্সি সুপার লিগ শুরু হয়। ২০১৮ এবং ২০১৯ সালে খেলা হয় সেই লিগ। এবার আইপিএলের মতো বিরাট আকারে একটি টি-টোয়েন্টি লিগ তৈরি করতে চাইছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড।
প্রসঙ্গত, সেই কাজের জন্য তারা সুন্দর রামনের সঙ্গে যোগাযোগ করছে। রামন আইপিএলের প্রাক্তন প্রধান কার্যনির্বাহী কর্তা। আইপিএল তৈরি হয়েছিল তাঁর হাত ধরেই। রামন দক্ষিণ আফ্রিকার এই টি-টোয়েন্টি লিগের (এখনও পর্যন্ত নাম ঠিক হয়নি) ১২.৫ শতাংশ শেয়ারের মালিক। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের হাতে রয়েছে ৫৭.৫ শতাংশ শেয়ার। সম্প্রচারকারী সংস্থার হাতে রয়েছে ৩০ শতাংশ শেয়ার। দক্ষিণ আফ্রিকা বোর্ডের ধারণা ১০ বছরে ৪২৭ কোটি টাকার বেশি খরচ হবে এই লিগে। তাদের আশা, লাভ হতে পারে প্রায় ২৩০ কোটি টাকা। যা পাবে বোর্ড এবং দলগুলি। প্রথম দিন থেকেই দক্ষিণ আফ্রিকা বোর্ড লাভ করবে বলে মনে করছে। এ বার কোনও রকম টি-টেন লিগ বা ১০০ বলের ক্রিকেটের মতো পরীক্ষা করতে রাজি নয় বোর্ড। আইপিএলের মতোই লিগ করতে চাইছে তারা। আইপিএলের দলগুলিও সেই দিকে ঝুঁকতে পারে বলে শোনা যাচ্ছে। শাহরুখের নাইট রাইডার্সের দল রয়েছে ক্যারিবিয়ান লিগে। এখানে তারা দল কেনে কি না সেই দিকেও থাকবে নজর।