বুধবারই রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে চার বছর বাদে রেপো রেট পরিবর্তন করার পর শেয়ার বাজারে ব্যাপক পতন হয়। তার রেশ এখনও রয়ে গিয়েছে। পাশাপাশি চলছে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধও। আর তার জেরেই শুক্রবার বাজার খুলতেই ফের মুখ থুবড়ে পড়ল শেয়ার দর। এদিন সকালে শেয়ার বাজার খোলার এক ঘণ্টার মধ্যেই হু হু করে সেনসেক্সের পতন হয়। এক ধাক্কায় প্রায় হাজার পয়েন্ট কমে যায় সেনসেক্সের সূচক। বর্তমানে সেনসেক্সের সূচক ৫৫ হাজারের গণ্ডির নীচে নেমে গিয়েছে। নিফটি-র সূচকেও প্রায় ৩০০ পয়েন্ট কমে যাওয়ায় ১৬ হাজার ৩৮২ অঙ্কে নেমে দাঁড়িয়েছে। সম্প্রতি
শুক্রবার সকালে শেয়ার বাজার খুলতেই সেনসেক্সের সূচকে ৯৮০ অঙ্ক পতন হয়। এরফলে সেনসেক্সের সূচক ৫৫ হাজার পয়েন্টের নীচে নেমে গিয়েছে। এনএসই নিফটি সূচকেও ৩০০.১৫ পয়েন্ট পতন হওয়ায় তা ১৬,৩৮২.৫০ কমে দাঁড়িয়েছে। মাত্র ১৫ মিনিটের মধ্যে দেশীয় সংস্থাগুলির স্টকের ৫ লক্ষ কোটি টাকা মূল্যের ক্ষতি হয়েছে। বিএসই বাজার মূলধন ৪.৮ লক্ষ কোটি টাকা থেকে কমে ২৫৪.৮৩ লক্ষ কোটি টাকায় নেমে এসেছে। একদিন আগেই বাজারের মূলধনের অঙ্ক ছিল ২৫৯.৬৪ লক্ষ কোটি টাকা। যে সংস্থাগুলির শেয়ার সর্বদাই লাভের ঘরে থাকে, সেই সংস্থাগুলিও আজ ক্ষতির মুখে পড়েছে। বাজাজ ফিন্যান্স, বাজাজ ফিনসার্ভ, মারুতি সুজুকি ইন্ডিয়া, উইপ্রো, অ্যাক্সিস ব্য়াঙ্ক, টাটা স্টিল ও ইনফোসিসের মতো সংস্থার শেয়ারে ব্যাপক পতন হয়েছে।