একুশের ভোটে ভরাডুবির পর থেকে দীর্ঘদিন বাংলা বিমুখ ছিলেন তিনি। অবশেষে বৃহস্পতিবার দু’দিনের বঙ্গ সফরে এসেছেন অমিত শাহ। আর তার সফরের মধ্যেই কাশীপুরের অর্জুন চৌরাসিয়া রহস্যমৃত্যু ঘিরে আসরে নেমে পড়েছে গেরুয়া শিবির। তবে এবার অর্জুনকে নিজেদের কর্মী বলে দাবি করলেন স্থানীয় তৃণমূল বিধায়ক অতীন ঘোষ। এলাকার কাউন্সিলরকে পাশে নিয়ে তাঁর দাবি, গত পুরভোটে তৃণমূল প্রার্থীর হয়ে কাজ করেছিলেন অর্জুন। বিজেপি মিথ্যে দাবি করছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বঙ্গ সফরের দ্বিতীয় দিনে কাশীপুর রেল কোয়ার্টারের পরিত্যক্ত ঘরে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় অর্জুনের। বিজেপি দাবি করে মৃত অর্জুন তাদের যুব মোর্চার সক্রিয় কর্মী। পুলিশকে মৃতদেহ উদ্ধারে বাধা দেওয়া হয়। এরই মধ্যে ঘটনাস্থলে চলে আসেন কাশীপুর-বেলগাছিয়ার তৃণমূল বিধায়ক অতীন ঘোষ। সঙ্গে ওই ওয়ার্ডের কাউন্সিলর সুমন সিংহ।
অতীন বলেন, ‘গত পুরভোটে সুমন সিংহের হয়ে প্রচার করেছেন অর্জুন। আমি ওর বাবাকেও চিনি, কংগ্রেস করতেন। তিনিও এ ভাবেই আত্মহত্যা করেছিলেন।’ সুমন বলেন, ‘অর্জুন একশো শতাংশ আমার হয়ে কাজ করেছে। আমি যে ক্লাবের সভাপতি, অর্জুন সেই ক্লাবেরই সক্রিয় সদস্য। সক্রিয় রাজনীতি করত না, কিন্তু আমার জন্য ও খুব খেটেছে।’ অতীন ও সুমনের দাবি, বিজেপি তা হলে নথি দেখাক অর্জুন কবে বিজেপির সদস্য হয়েছিল।