একুশের ভোটে ভরাডুবির পর থেকে দীর্ঘদিন বাংলা বিমুখ ছিলেন তিনি। অবশেষে বৃহস্পতিবার দু’দিনের বঙ্গ সফরে এসেছেন অমিত শাহ। আর তাই বঙ্গ বিজেপির আইটি সেল ইতিমধ্যে টুইটার ফেসবুকে স্পেশাল হ্যাশট্যাগ দিয়ে প্রচারে নেমে পড়েছে। এর মোকাবিলায় শুক্রবার সকাল থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে পাল্টা নিশানা করতে গণটুইট শুরু করেছে তৃণমূল। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অফিশিয়াল টুইটার হ্যান্ডল তো বটেই। পার্থ চট্টোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদারের মতো মন্ত্রী, সাংসদরাও নেমে পড়েছেন তোপ দাগতে।
বৃহস্পতিবার বনগাঁয় বিএসএফের মঞ্চ থেকে রাজ্যের দিকে আঙুল তুলেছিলেন শাহ। গতকালই একপ্রস্থ এর পালটা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এদিন তৃণমূলের তরফে বলা হয়েছে, ‘মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বোধহয় হোমওয়ার্ক করে আসতে ভুলে গিয়েছেন। সীমান্ত রক্ষার দায়িত্ব কার? কে এসে মিথ্যের বেসাতি করছেন? কে গো হারা হেরেছিল?’ আরও একটি টুইটে তৃণমূলের তরফে বলা হয়েছে, ‘তিনি এলেন, মিথ্যে বললেন, আরও বেশি মিথ্যে বললেন। এবার তিনি মনমরা হয়ে ফিরে যাবেন। কারণ তাঁর মিথ্যে আর ঘৃণার রাজনীতির কোনও জায়গা বাংলায় নেই।’ আবার বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার লিখেছেন, ‘অমিত শাহ, অনেক হয়েছে। আপনার মিথ্যে আর বিভাজনের রাজনীতি এই পবিত্র বাংলার মাটিতে ঠাঁই পাবে না। কারণ বাংলা ঐক্যবদ্ধ।’
