ডিজেল পেট্রোলের মূল্যবৃদ্ধি নিয়ে তো যথেষ্ট বিক্ষোভ প্রতিবাদ হয়েছে। জ্বালানির পর এবার আকাশ ছোঁয়া দাম বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের। সাধারণ মানুষের মাথায় আকাশ ভেঙে পড়তে পারে। সেই দুশ্চিন্তায় ঘুম উড়েছে অনেকেরই।
এই তালিকায় রয়েছে সাবান-শ্যাম্পু থেকে পাম তেল সবই। প্রতিটি সামগ্রীর দামই বেশ বাড়তে পারে। একটি লাক্স সাবানের দাম বেড়েছে 9%। একটি পিয়ার্স সাবানের দাম বেড়েছে 2.38%। একটি 128 গ্রাম সাবানের দাম বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 86 টাকায়। এই নিয়ে বছরে দ্বিতীয়বার দাম বাড়াল হিন্দুস্তান ইউনিলিভার।
উল্লেখ্য, সামগ্রীর দাম বাড়লেও মোট লাভের ক্ষেত্রে কিন্তু মোটেই খারাপ নয় এইচ ইউ এল এর পারফরম্যান্স। হিন্দুস্তান ইউনিলিভারের মোট লাভ বৃদ্ধি পেয়েছে মার্চ ত্রৈমাসিকে। 8.6% লাভ বৃদ্ধি এই সংস্থার। মোট লাভের পরিমাণ 2,327 কোটি টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে 2,143 কোটি টাকায়। ফলত কোম্পানির সার্বিক পারফরম্যান্সে খুশি হতেই পারে কর্তৃপক্ষ।
সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, জনপ্রিয় কোম্পানি হিন্দুস্তান ইউনিলিভার নিজেদের একাধিক পার্সোনাল কেয়ার প্রোডাক্টের দর বৃদ্ধি করেছে৷ যার ফলে গ্রাহকেরা বেশ চাপে পড়তে পারেন।
পার্সোনাল কেয়ার প্রোডাক্টের দর 2-15% বৃদ্ধি করেছে হিন্দুস্তান ইউনিলিভার তার ফলেই, একাধিক সামগ্রীর দর বাড়তে চলেছে। রিপোর্ট অনুযায়ী, হিন্দুস্তান ইউনিলিভার চলতি অর্থবর্ষে এই নিয়ে দ্বিতীয়বার দাম বৃদ্ধি করল নিজেদের একাধিক সামগ্রীর। হিন্দুস্তান ইউনিলিভারের একাধিক সামগ্রী গ্রাহকদের মধ্যে বেশ জনপ্রিয়।
যেমন ধরে নেওয়া যাক পিয়ার্স সাবান অথবা হেড অ্যান্ড শোল্ডার্স শ্যাম্পু। এই ধরনের সামগ্রীর দাম বাড়লে বেশ অসুবিধায় পড়বেন মধ্যবিত্ত। একে মুদ্রাস্ফীতির বাজার। তার উপর সাবান-শ্যাম্পুর দাম বাড়লে আরও চাপে পড়বে মধ্যবিত্ত।