একুশের ভোটে ভরাডুবির পর থেকে দীর্ঘদিন বাংলা বিমুখ ছিলেন তিনি। অবশেষে বৃহস্পতিবার দু’দিনের বঙ্গ সফরে এসেছেন অমিত শাহ। আর তার সফরের মধ্যেই বিজেপি নেতার রহস্যমৃত্যু ঘিরে আসরে নেমে পড়েছে গেরুয়া শিবির। এই পরিস্থিতিতে বিজেপিকে পালটা আক্রমণ করল তৃণমূল। শাহের সফরের মধ্যে ‘নাটক’ করতেই ‘সুপরিকল্পিত চিত্রনাট্য’ কিনা এ নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।
টুইটারে রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক লিখেছেন, ‘তান্ত্রিকদের নরবলির মত। আত্মহত্যা, নাকি আসলে নিজেদেরই বিক্ষুব্ধ শিবিরের কাউকে শেষ করে ইস্যু তৈরির চেষ্টা? তাঁর সফরের মধ্যে হলে নাটক করার সুযোগও থাকছে। ওদেরই সুপরিকল্পিত চিত্রনাট্য নয় তো? জনবিচ্ছিন্ন সরীসৃপরা প্রচার আর কুৎসার জন্য আর কত নামবে? তদন্ত চলুক।’
কুণাল ঘোষের পাশাপাশি টুইটারে সরব হয়েছেন তৃণমূলের অন্যান্য হেভিওয়েট নেতারাও। যেমন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় টুইটে লিখেছেন, নির্লজ্জ ভাবে বাংলায় মিথ্যাচার করতে এসেছেন অমিত শাহ। জনতার রায় স্বরাষ্ট্রমন্ত্রীর হজম হয়নি বোধহয়। এটা স্পষ্ট যে, অনেক নেতা বিজেপিকে ত্যাগ করায় উনি শঙ্কিত।
আবার তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার টুইটারে লিখেছেন, ‘আমাদের এই পবিত্র ভূমি থেকে বিভাজনের রাজনীতিকে বাইরে রাখুন। কারণ, আপনি বোধহয় অনুভব করেননি যে, বাংলা ঐক্যবদ্ধ।’ তৃণমূলের তরফে টুইট করে এ-ও বলা হয়েছে যদ, ‘মিস্টার স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর হোমওয়ার্ক করতে ভুলে গিয়েছেন। সীমান্ত ইস্যুর জন্য কে দায়ী অমিত শাহ? বাংলায় কে মিথ্যাচার করছেন…’