কোনও সাংসদ, বিধায়ক নিজে থেকে গাড়িতে লালবাতি, নীলবাতি লাগাতে পারবেন না বলে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দলীয় শৃঙ্খলার উপর জোর দিয়ে তিনি বলেছেন, ‘একমাস সময় দিলাম। যার যেখানে যা বিরোধ আছে সব মিটিয়ে নিন। কোনও গোষ্ঠীদ্বন্দ্ব, একে অপরের বিরুদ্ধে বিবৃতি চলবে না। সবাইকে এক হয়ে চলতে হবে।
বৃহস্পতিবার বাইপাসের ধারে অস্থায়ী তৃণমূল ভবনে ছিল রাজ্য কমিটির বৈঠক। অক্ষয় তৃতীয়ায় উদ্বোধন হওয়ার পর এদিনই প্রথম মমতা সেখানে আসেন। গাড়িতে বাতির প্রসঙ্গ নিজেই তুলে বলেন, ‘আমিও আমার গাড়িতে কোনও বাতি লাগাই না। এমএলএ, এমপিরা নিজে থেকে কেউ বাতি লাগাবেন না। কার কী লাগবে, সেটা পুলিশ দেখে নেবে।’
রাজ্য কমিটির বৈঠকে ছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ সমস্ত নেতৃবৃন্দ। ওই সভায় অভিষেক বলেন, ‘এখন থেকে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু করতে হবে। ’১৮ সালের মতো ভোট ’২৩-এ হবে না। অবাধ ও শান্তিপূর্ণ ভোট হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে আমাদের মানুষের কাছে যেতে হবে। জেলা সভাপতি ও চেয়ারম্যানরা বাড়ি থেকে কেউ দল চালাবেন না। নির্দিষ্ট পার্টি অফিস আছে। সেখানে যেতে হবে’।