এবার লজ্জা এনডিএ শাসিত বিহারে। জানা গিয়েছে, টিউশনের শিক্ষকের কাছে পাঁচ যুবকের নামে অভিযোগ জানিয়েছিল নাবালিকার পরিবার। আর সেই ক্ষোভে টিউশন থেকে ফেরার পথে নাবালিকাকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে ‘গণধর্ষণ’ করল তাঁরা।
এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে বিহারের জামুই জেলায়। অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতিতার পরিবারের অভিযোগ, আগেও মেয়েটির সঙ্গে দুর্ব্যবহার করেছিল অভিযুক্তরা। সেজন্যই টিউশনের শিক্ষকের কাছে তাদের নামে অভিযোগ জানানো হয়েছিল। এরপর ওই শিক্ষক তাদের শাস্তিও দিয়েছিল।
জানা গিয়েছে, শিক্ষককের কাছ থেকে সুরক্ষার আশ্বাস পেয়েই পরিবার ফের মেয়েটিকে পড়তে পাঠাচ্ছিল। অভিযোগ, এরপর অভিযুক্তদের ক্ষোভ আরও বেড়ে যায়। মেয়েটির উপর চরম প্রতিশোধ নিতে, জঙ্গলে টেনে নিয়ে গিয়ে পাশবিক অত্যাচার চালায় পাঁচ যুবক। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতা। স্বাভাবিকভাবেই এই ঘটনায় মুখ পুড়েছে নীতিশ কুমার সরকারের।