রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের জেরে ভারতে বাড়বে মুদ্রাস্ফীতি। বুধবার আচমকা সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিলেন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। কম-বেশি দাম বাড়বে সব খাদ্যপণ্যের। বুধবারের সাংবাদিক সম্মেলেন থেকেই রেপো রেট বাড়িয়ে দেওয়ার কথা ঘোষণা করেন। রেপো রেট ৪০ বেসিস পয়েন্ট বাড়িয়ে দেন শক্তিকান্ত দাস। আরবিআইয়ের এই ঘোষণায় মুম্বই শেয়ার বাজারের সূচক এক ধাক্কায় অনেকটাই পড়ে যায়। এই খবর যখন লেখা হচ্ছে, সেই সময় শেয়ার সূচক এক ধাক্কায় আটশো পয়েন্ট পড়ে যায়। নিফটির সূচক এক ধাক্কায় আড়াইশো পয়েন্ট পড়ে যায়।
স্বাভাবিকভাবেই আরবিআইয়ের এই ঘোষণায় মধ্যবিত্তের কপালে দুশ্চিন্তার ভাঁজ। তারা নিশ্চিত, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের এই বার্তায় কালোবাজারিরা এখন থেকেই খাদ্যপণ্য মজুত করা শুরু করবে। আগামী দিনে বাজার মূল্যের থেকে আরও বেশি দাম দিয়ে খাদ্যপণ্য ক্রয় করতে হবে সকলে। সব থেকে বেশি সমস্যায় পড়বে মধ্যবিত্ত। আরবিআইয়ের গর্ভনর বলেন, করোনা কালে দেশের আর্থিক পরিস্থিতি অন্যান্য দেশের তুলনায় ভালোই ছিল। কিন্তু রুশ-ইউক্রেন যুদ্ধের প্রভাব অন্যান্য দেশের পাশাপাশি ভারতেও এর প্রভাব পড়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ভূ-রাজনৈতিক অস্থিরতা। এই অবস্থায় মুদ্রাস্ফীতি কোনও ভাবেই নির্দিষ্ট সীমারেখার মধ্যে বেঁধে রাখা সম্ভব নয়। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে আরবিআইয়ের গভর্নর জানিয়েছেন, রুশ-ইউক্রেন যুদ্ধের ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্বাভাবিক সরবরাহ বাধা পাচ্ছে।