ইতিমধ্যেই রাজ্য সরকার স্কুল উচ্চ শিক্ষায় নিজস্ব শিক্ষানীতি তৈরি করার জন্য একটি কমিটি তৈরি করেছে। সেই কমিটি আগামী ৬ মে বৈঠকে বসছে। যে বৈঠকে থাকার কথা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। সেই বৈঠকে গোটা বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর। যদিও এই বিষয় নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে না চাইলেও সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন “আগামী ৬ তারিখ কমিটির বৈঠক রয়েছে। ওই দিন আলোচনার পর যা বলার বলব।”
আইসিএসই ও সিবিএসই বোর্ড বোর্ডের পরীক্ষা গুলি বছরে দু’ বার নিচ্ছে। অর্থাৎ সেমিস্টার ওয়ান, সেমিস্টার দুই করে ছয় মাস অন্তর অন্তর তারা পরীক্ষা নিচ্ছে। এবার সেই ধাঁচেই রাজ্যের উচ্চমাধ্যমিকের ছাত্রছাত্রীদেরও পরীক্ষা নিতে চায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। তেমনটাই পরিকল্পনা নিচ্ছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ও স্কুল শিক্ষা দপ্তর।
যেহেতু আইসিএসই, সিবিএসই-র মতো বোর্ড গুলি এই ব্যবস্থায় ইতিমধ্যেই কার্যকরী করেছে সে ক্ষেত্রে উচ্চমাধ্যমিকের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এই পদ্ধতি ও কার্যকরী না হলে আগামী দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে ছাত্রছাত্রীরা সমস্যায় পড়তে পারে বলেই মনে করছে সংসদ।
যদিও, আগামী ৬ মে রাজ্যের শিক্ষা নীতি নিয়ে তৈরি হওয়া কমিটির বৈঠক মূলত কেন্দ্রের জাতীয় শিক্ষানীতি এবং রাজ্যের ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে যে বিষয়গুলি প্রয়োজন হবে তা নিয়েই মূলত আলোচনা হবে। সে ক্ষেত্রে এই বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার যথেষ্ট তাৎপর্য রয়েছে বলেই মনে করা হচ্ছে।
ইতিমধ্যেই চলতি বছরে ৮ লক্ষেরও বেশি ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য একাধিক পরিকল্পনা নিতে শুরু করেছে সংসদ। সেক্ষেত্রে আগামী বছর থেকে সেমিস্টার ভিত্তিক বছরে দু’ বার উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া গেলে ছাত্রছাত্রীদের অনেকটাই সুবিধা হবে বলেই মনে করছে সংসদ।
প্রসঙ্গত সম্প্রতি হয়ে যাওয়া উচ্চমাধ্যমিকের পরীক্ষাতেই সেমিস্টার সিস্টেমে পরীক্ষা নিতে চেয়েছিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। কিন্তু সময়ের অভাবে কার্যত তা সম্ভব ছিল না। কিন্তু এবার আগে থেকেই গোটা বিষয়টি নিয়ে এগোতে চাইছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
সেমিস্টার সিস্টেমে উচ্চমাধ্যমিক পরীক্ষা নিতে গেলে সিলেবাস সংশোধন বা সিলেবাস বিভাজনের প্রয়োজন হতে পারে। সে ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের আগেই জানাতে হবে সেমিস্টার ওয়ান, সেমিস্টার টু কি ধরনের সিলেবাসের উপরে পরীক্ষা হবে।
শুধু তাই নয়, উচ্চমাধ্যমিকের একাধিক বিষয় রয়েছে। তার জন্য প্রতিটি বিষয় ভিত্তিক সেমিস্টার ধরে ধরে সিলেবাস তৈরি করতে অনেক সময় লেগে যাবে। তার জন্যই আগামী বছরের প্রস্তুতি নেওয়ার প্রক্রিয়া আগে থেকেই শুরু করতে চায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
অন্যদিকে, এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ জুন মাসের মাঝামাঝি হওয়ার সম্ভাবনা রয়েছে। তেমনটাই প্রস্তুতি নিয়ে এগোচ্ছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ইতিমধ্যেই উত্তরপত্র মূল্যায়নের প্রক্রিয়াও অনেকটাই শুরু হয়ে গেছে বলেই সংসদ সূত্রে খবর।