নারী নির্যাতন থেকে শুরু করে খুন, ধর্ষণ— যোগী আদিত্যনাথের আমলে বারবারই সামনে এসেছে উত্তরপ্রদেশে মহিলাদের দুরাবস্থার কথা। বারবারই যোগী রাজ্যের নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠলেও সেখানে মহিলাদের ওপর সংঘটিত অপরাধের অন্ত নেই। যেমন গত কয়েকদিন ধরেই সেখানকার একের পর এক ধর্ষণের ঘটনার কথা উঠে আসছে খবরের শিরোনামে। এবারও এক নারকীয় প্রেক্ষাপটে স্বামীর বন্ধুদের যৌন লালসার শিকার হলেন এক মহিলা। অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।
ঘটনাটি বুদাউনের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিজের বিরোধী পক্ষকে ফাঁসানোর ফন্দি আঁটে ওই ব্যক্তি। ঠিক করে, ‘হাতিয়ার’ হিসেবে কাজে লাগাবে নিজের স্ত্রীকেই! অন্যকে ফাঁসাতে স্ত্রীকে চরম বিপদের মুখে ঠেলে দিতেও পিছু পা হল না সে। পরিকল্পনা মাফিক গত রবিবার ২২ বছরের স্ত্রীকে বাইকে চাপিয়ে বুদাউনের সাসাওয়ান একালায় একটি জঙ্গলের ভিতর নিয়ে যায় তাঁর স্বামী। সেখানেই ডেকে নেয় এক বন্ধুকে। স্বামীর মনের মধ্যে কী চলছিল, ঘুণাক্ষরেও টের পাননি মহিলা। স্বামী যে বন্ধুকে দিয়ে ধর্ষণ করানোর জন্য তাঁকে জঙ্গলের ভিতর নিয়ে গিয়েছেন, তা আন্দাজও করতে পারেননি তিনি। সেখানে দু’বার ধর্ষিতা হন ওই মহিলা।
এরপর স্বামী নিজেই পুলিশের হেল্পলাইনে ফোন করে। অভিযোগ করে, দুই ব্যক্তি তাঁর স্ত্রীকে যৌন নির্যাতন করেছে। কিন্তু পুলিশের কাছে সত্যিটা তুলে ধরেন নির্যাতিতা। জানান, তাঁদের গ্রামের দুই যুবকের সঙ্গে কোনও একটি বিষয় নিয়ে মতোবিরোধ হয়েছিল। তাদের ‘উচিত শিক্ষা’ দিতেই ধর্ষণের অভিযোগে ফাঁসানোর চেষ্টা করে অভিযুক্ত স্বামী। কিন্তু স্ত্রী আসল ঘটনা জানিয়ে দেওয়ায় উদ্দেশ্য পূরণ হল না। এএসপি রুরাল সিদ্ধার্থ বর্মা জানান, ইতিমধ্যেই অভিযুক্ত ব্যক্তি ও তাঁর বন্ধুর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। তবে স্বামীকে আটক করা হলেও ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত বন্ধু।