আসন্ন ৪৪তম দাবা অলিম্পিয়াড এবার আয়োজিত হতে চলেছে চেন্নাইয়ে। সেই প্রতিযোগিতায় ওপেন এবং মহিলা বিভাগে প্রতিনিধিত্ব করবে ভারতের দু’টি দল। ভারতীয় দলের মেন্টর হিসেবে কাজ করবেন বিশ্বনাথন আনন্দ। প্রথম বার দাবা অলিম্পিয়াডে ওপেন এবং মহিলা বিভাগে অংশ নিতে চলেছে ভারতীয় দল। এই প্রতিযোগিতায় (২৮শে জুলাই-১০ঈ অগস্ট) বিশ্বের ১৫০টি দেশের দাবাড়ুরা অংশ নেবেন।
এপ্রসঙ্গে পিটিআইকে আনন্দ বলেছেন, “ভারতের নতুন প্রজন্মের দাবাড়ুদের এই মঞ্চে নিজেদের দক্ষতা প্রমাণ করার সময় এসে গিয়েছে। নিহাল, প্রজ্ঞানন্দ, গুকেশ, অর্জুনের মতো প্রতিভাধর দাবাড়ুদের আত্মপ্রকাশ ঘটেছে। ফলে ভারত ভাল ফল করবে বলে আশাবাদী।” ওপেন বিভাগের ‘এ’ দলে রয়েছেন বিদিত গুজরাতি, পি হরিকৃষ্ণ, অর্জুন এরিগাইসি, কে শশীকিরণের মতো অভিজ্ঞরা। ‘বি’ দলে রয়েছে আর প্রজ্ঞানন্দ, নিহাল সারিন, ডি গুকেশ প্রমুখ। মেয়েদের বিভাগে রয়েছেন কোনেরু হাম্পি, ডি হরিকা, তানিয়া সচদেব, বনিতা আগরওয়াল, আর বৈশালীরা।