গুজরাতে গিয়ে বিজেপিকে হারাব। রবিবার মোদীর রাজ্যে পা রেখে এমনটাই ঘোষণা করলেন অরবিন্দ কেজরিওয়াল। পঞ্জাব বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির বড় ব্যবধানে জয়ের পর এই প্রথম জনসভা কেজরিওয়ালের। এদিন গুজরাটে একটি জনসভা থেকে আপ প্রধান কেন্দ্র তথা গুজরাটের বিজেপি সরকারকে কটাক্ষ করেন। তিনি বলেন, ‘গুজরাতের সরকার বর্তমানে পেপার লিক করার সরকার হয়ে গিয়েছে। স্কুল-হাসপাতাল, সর্বক্ষেত্রে প্রশাসনের ভূমিকা ব্যর্থ।’ এরপরই তাঁর ঘোষণা, ‘গুজরাটেই বিজেপিকে হারাব।’
গুজরাতের ভারুচ জেলার ভালিয়াতে চান্দেরিয়া গ্রামে একটি জনসভাতে অংশগ্রহণ করেন অরবিন্দ কেজরিওয়াল। আদিবাসীদের আয়োজিত এই জনসভা থেকেই নতুন জোটের ঘোষণা করেন আপ প্রধান। গুজরাতের আঞ্চলিক দল ছটুভাই বাসব ভারতীয়র ট্রাইবাল পার্টির সঙ্গে জোটের ঘোষণা করল আম আদমি পার্টি। এ প্রসঙ্গে অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘বিজেপির ঔদ্ধত ভাঙতে হবে। তার জন্য আম আদমি পার্টকে ভোট দিন।’ কেজরিওয়ালের আরও সংযোজন, ‘আপকে ভয় পাচ্ছে ওরা। তাই আমি শুনলাম গুজরাত বিধানসভা নির্বাচন নাকি এগিয়ে আনা হবে। আমরা দিল্লীতে দু’বারের টার্মে সরকার গঠন করেছি। পঞ্জাবেও সম্প্রতি ক্ষমতায় এসেছে আপ। আমি খুব খুশি। আমার মাথার উপর ভগবানের আশীর্বাদ রয়েছে। মানুষের সমর্থন রয়েছে আমাদের উপর। আমরাও আত্মবিশ্বাসী। এখন হোক কিংবা ছয় মাস পর। আমরা বিজেপিকে হারাবই।’
প্রসঙ্গত, দিল্লিতে পর পর তিন দফায় মুখ্যমন্ত্রী হওয়ার পর পঞ্জাবে বড় সাফল্য পান অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির পর সেখানেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়ে তাঁর দল। পাশাপাশি,ভারতের অন্য়ান্য রাজ্যেও ইতিমধ্যেই খাতা খুলতে শুরু করেছে আম আদমি পার্টি। দলীয় নেতৃত্বের দাবি, আসন্ন বিধানসভা নির্বাচনে গুজরাটেও ভালো ফল করবে তারা। এমনকী, সরকার গঠনেরও দাবি করছেন কেউ কেউ।