এবার ফের মুখ পুড়ল গেরুয়া শিবিরের। এবার হাঁসখালি ধর্ষণকাণ্ডে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের পাঠানো ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির বিরুদ্ধে মামলা রুজু হল কলকাতা হাইকোর্টে। ওই কমিটির এক সদস্য রেখা বর্মা সংবাদমাধ্যমের সামনে নির্যাতিতা নাবালিকার নাম বলে দিয়েছিলেন। তাই নিয়েই এদিন মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে। সেইসঙ্গে মামলাকারীর তরফে আদালতে এ-ও প্রশ্ন , সিবিআই যখন তদন্ত করছে তখন একটি রাজনৈতিক দলের টিম কী ভাবে সমান্তরাল তদন্ত করতে পারে? এতে তো তদন্ত প্রক্রিয়াই প্রভাবিত হবে।
প্রসঙ্গত, গত মাসে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার ঠিক করে দেওয়া কমিটি গিয়ে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে। ওই টিমে ছিলেন মালদহের ইংলিশ বাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী, রেখা বর্মা-সহ অন্যান্যরা। প্রকাশ্যে নাম বলে দেওয়া নিয়ে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যদের সমালোচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সম্প্রতি নবান্নের সাংবাদিক বৈঠকে মমতা বলেছিলেন, ‘তদন্তের নামে সব লোক পাঠাচ্ছে, আর তারা এসে নাম বলে দিচ্ছে।’ নির্যাতিতার বাড়িতে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যদের যাওয়া নিয়ে এদিন আদালতে ক্ষোভ প্রকাশ করেন অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়।