৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের পর থেকেই দেশে ক্রমাগত বাড়ছে জ্বালানির দাম৷ এর ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও ঊর্ধ্বমুখী৷ আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধির চাপে নাজেহাল সাধারণ মানুষ। এরই মধ্যে ফের ছ্যাঁকা লাগতে চলেছে মধ্যবিত্তের পকেটে। এবার বিশ্বের বৃহত্তম ভোজ্য তেল সরবরাহকারী দেশ ইন্দোনেশিয়া অপরিশোধিত পাম ওয়েল রপ্তানিতে নিষেধাজ্ঞা বাড়াতে চলেছে।
আর তার ফলে বাজারে ফের বাড়তে চলেছে ভোজ্য তেলের দাম। এপ্রিলের শেষ সপ্তাহে সরষের তেল ১৬৫ থেকে বেড়ে হল ১৭৫ টাকা। পাম তেলের দাম ১৪৮ থেকে পৌঁছল ১৫৯ টাকায়। রাইস ব্র্যান অয়েল ১৪০ থেকে বেড়ে ১৫২ তে পৌঁছল। সূর্যমুখী তেল ১৬৫ টাকা থেকে বেড়ে ১৮১ টাকা হল। সেখানে সয়াবিন তেল ১৬৪ থেকে বেড়ে হল ১৮৪ টাকা। উল্লেখ্য, আমাদের রাজ্য তৈল বা তৈলবীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ নয়। সরষের তেল আসে পাঞ্জাব, রাজস্থান, হরিয়ানা এবং উত্তরপ্রদেশ থেকে। রাইস ব্র্যান বর্ধমান থেকে সামান্য আসে। সিংহভাগ আসে কানপুর থেকে। সূর্যমুখীর বেশিরভাগ আসে ইউক্রেন ও রাশিয়া থেকে, কিছুটা আসে পাঞ্জাব থেকে। পাম তেল ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং কানাডা থেকে আসে। সয়াবিন তেল আসে উত্তরপ্রদেশ, পাঞ্জাব ও রাজস্থান থেকে আসে।