বিরাট কোহলির ফর্ম নিয়ে এবার সরাসরি বড় মন্তব্য বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়-এর মুখে। বিরাটের অফ ফর্মের জেরে তাঁকে দল থেকে বাদ দেওয়ার পর্যন্ত প্রসঙ্গ উঠে গিয়েছে। সিনিয়র প্লেয়াররা প্রত্যেকেই মুখ খুললেও স্পিকটি নট ছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট। অবশেষে নীরবতা ভাঙলেন তিনি।
সৌরভ গঙ্গোপাধ্যায় সাক্ষাৎকারে প্রোটিয়া সিরিজে বায়ো বাবল না থাকার প্রসঙ্গে কথা বলেন। জানান, যদি করোনা কম থাকে তাহলে বায়ো বাবল থাকবে না। কারণ করোনা নির্মূল হবে না পুরোপুরি। তাই করোনাকে সঙ্গে নিয়েই চলতে হবে।
বিরাট কোহলির হয়েছেটা কী? ভারতীয় ক্রিকেটে এখন এই প্রশ্নটা ঘোরাফেরা করছে। বিপক্ষের ত্রাস বিরাট কোহলির ব্যাটে এখন রান নেই। ১০০টা সিরিজের বেশি হয়ে গেলেও এখনও শতরান নেই তাঁর ব্যাটে। ২০১৯ সালে শেষ শতরান পেয়েছিলেন তিনি। আইপিএল-এ গত তিন ম্যাচে দুটো ডাক রয়েছে তাঁর। যা ভারতীয় দলের জন্য অ্যালার্ম বেল।
এই পরিস্থিতিতে প্রাক্তন ক্রিকেটাররা বিরাটকে নিয়ে মন্তব্য করছেন। একাধিক মহল থেকে পরামর্শ আসছে তাঁর জন্য। যুবরাজ সিং, সুনীল গাভাস্কর থেকে রবি শাস্ত্রী সকলেই কোহলির ফর্ম নিয়ে আওয়াজ তুলেছেন। পুরনো ফর্মে ফিরতে কী করতে হবে বিরাটকে তা নিয়ে মন্তব্য করেছেন প্রায় সকলেই। তবে তাৎপর্যপূর্ণভাবে কোহলির অফ ফর্ম নিয়ে এতদিন কুলুপ এঁটেছিল বিসিসিআই।
বোর্ড সূত্রে একাধিক খবর এসেও, সরাসরি কোনও বোর্ড কর্তা বিরাটকে নিয়ে মুখ খোলেননি। এবার বিরাটের অফ ফর্ম নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি অধিনায়কত্ব ইস্যুতে বিরাটের সঙ্গে সৌরভের সম্পর্কে ঠোকাঠুকি হয়েছে। ফলে এতদিন সৌরভের দিকেই তাকিয়েছিলেন সকলে।