এবার রাজনৈতিক হিংসার ঘটনা ঘটল পাঞ্জাবে। আজ, শুক্রবার পাতিয়ালায় শিবসেনা (বাল ঠাকরে) নামে এক গোষ্ঠী মিছিল বার করে। সেই মিছিল থেকে উঠছিল ‘খলিস্তান মুর্দাবাদ’ স্লোগান। যার ফলে মিছিল কিছু দূর যাওয়ার পরে খলিস্তানপন্থী একটি গোষ্ঠী তাদের আক্রমণ করে। দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় সংঘর্ষ।
অবশেষে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। উত্তেজিত জনতাকে হটাতে পুলিশকে শূন্যে গুলি ছুঁড়তে হয়। জানা গিয়েছে, এদিনের সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন। অশান্তির পরে উত্তেজনা রয়েছে পাতিয়ালায়। পুলিশ জনতার উদ্দেশে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আবেদন জানিয়েছে। এদিন দুই গোষ্ঠীর সদস্যরা পরস্পরের উদ্দেশে পাথর ছোঁড়ে। তলোয়ার নিয়ে বিরোধীদের আক্রমণ করে।