নারী নির্যাতন থেকে শুরু করে খুন, ধর্ষণ— যোগী আদিত্যনাথের আমলে বারবারই সামনে এসেছে উত্তরপ্রদেশে মহিলাদের দুরাবস্থার কথা। যোগী রাজ্যে মহিলা ও শিশুদের ওপর সংঘটিত অপরাধের অন্ত নেই।এবার ফের নারী নির্যাতনের ঘটনা ঘটল উত্তরপ্রদেশে। আবারও প্রশ্নের মুখে সে রাজ্যের আইনশৃঙ্খলা। এবার মথুরার এক বিয়েবাড়িতে চলল গুলি। প্রেমিকের গুলিতে নিহত হলেন স্বয়ং পাত্রী। ঘটনাটি উত্তরপ্রদেশের মথুরার নৌঝিল এলাকার মুবারিকপুর গ্রামের।
জানা গিয়েছে, বিয়ের ‘জয় মালা’ অনুষ্ঠানের পরই পাত্রী কাজলের উপর গুলি চালানো হয়। পারিবারিক সূত্রে খবর, অভিযুক্ত অর্থাৎ নিহতের তথাকথিত প্রেমিক তাঁর সঙ্গে সম্পর্কে ছিল। কিন্তু প্রেমিকার অন্য এক পুরুষের সঙ্গে বিয়ে ঠিক হয়ে যায়। যা সে মেনে নিতে পারেনি। রাগের চোটে এই কাণ্ড ঘটায় অভিযুক্ত। জানা যায়, জয় মালা অনুষ্ঠানের পর নিজের ঘরে গিয়েছিলেন পাত্রী কাজল। সেখানেই আততায়ী তাঁর ঘরে ঢুকে পড়ে এবং তাঁর উপর গুলি চালিয়ে দেয়।
গুলির শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে যান পাত্রীর আত্মীয়েরা। গিয়ে দেখেন মাটিতে লুটিয়ে পড়েছে তাঁদের আদরের কাজল। মৃতার বাবা খুবী রাম প্রজাপতি সংবাদমাধ্যমকে বলেন, ‘জয় মালা অনুষ্ঠানের পর আমার মেয়ে খানিক জিরিয়ে নিতে নিজের ঘরে গিয়েছিল। সেখানেই অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ঢুকে পড়ে এবং তাঁর উপর গুলি চালিয়ে দেয়। আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে এটা সত্যিই হয়েছে।’ ঘটনার পর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছেন কাজলের বাবা।