অব্যাহত আমজনতার ক্ষোভ। ত্রিপুরার বিজেপি সরকার নিয়ে রাজ্যের মানুষের অসন্তোষ ক্রমশ বেড়েই চলেছে। এমনিতেই সাধারণ মানুষ যখন মূল্যবৃদ্ধির দাপটে জর্জরিত, তাদের সাহায্য না করে, বিমানযাত্রীদের জন্যে ভাবছে বিপ্লব দেবের সরকার। ত্রিপুরায় যে সব মানুষের বিমান পরিষেবা ব্যবহার করার সামর্থ্য আছে তাদের কথা ভেবে আগরতলার এমবিবি বিমানবন্দরে এভিয়েশন টারবাইন ফুয়েল (এটিএফ)থেকে চড়া ভ্যাট তুলে নিয়েছে রাজ্যের বিজেপি সরকার। গত ডিসেম্বরে ১৬% ভ্যাট কমিয়ে আনা হয়েছে ১%তে। শ্রমজীবী মানুষের বরাতে জোটেনি কিছুই।
উল্লেখ্য, ভ্যাট কমিয়েও লাভ হয়নি বিমানযাত্রীদের। কলকাতা বা দিল্লিগামী বিমানের ভাড়া কমেনি, বরং বেড়েই চলেছে। সেই, দুর্মূল্য বিমানের টিকিট কাটতে হচ্ছে যাত্রীদের। তাহলে কী রাজ্য সরকারের এটিএফ থেকে ভ্যাট কমানো শুধুমাত্র চমক? এমনই প্রশ্ন করছেন যাত্রীরা। ডবল ইঞ্জিন সরকারের যৌক্তিকতা নিয়ে সোচ্চার হচ্ছে ত্রিপুরার মানুষ।