শুরু হয়েছে নতুন জল্পনা। ডায়মন্ড হারবার ক্লাবের নতুন কোচ কি হতে চলেছেন কিবু ভিকুনা? সূত্র অনুযায়ী, স্পেনীয় কোচের সঙ্গে কথাবার্তা অনেকটাই এগিয়েছে। ক্লাবের শীর্ষকর্তারাই এ ব্যাপারে কথাবার্তা চালাচ্ছেন। তবে প্রকাশ্যে কেউই সেটা স্বীকার করছেন না। আগামী কয়েক দিনের মধ্যে চূড়ান্ত ঘোষণা হবে বলে জানা গিয়েছে। ডায়মন্ড হারবার ক্লাবের সচিব মানস ভট্টাচার্য বলেছেন, “আপনাদের কাছ থেকেই এমন খবর পেলাম। আমি এখনও কিছুই জানি না। আমাদের কাছে কৃষ্ণেন্দু রায়ই এখন কোচ।”
বিগত ২০১৯-এর মে মাসে এক বছরের চুক্তিতে মোহনবাগানে যোগ দেন ভিকুনা। প্রথম বারেই ক্লাবকে আই লিগ জেতান। পরের বছর এটিকে-র সঙ্গে জুড়ে যায় মোহনবাগান। তখন কোচ করা হয় আন্তোনিয়ো লোপেস হাবাসকে। ভিকুনা যোগ দেন আইএসএলের ক্লাব কেরল ব্লাস্টার্সে। তবে মোহনবাগানের মতো সাফল্য সেখানে পাননি। ১৮টি ম্যাচে মাত্র তিনটিতে জেতে তাঁর ক্লাব। দুই ম্যাচ বাকি থাকতেই দায়িত্ব ছেড়ে দেন তিনি।
উল্লেখ্য, গত বছর জুন মাসে পোল্যান্ডের ক্লাব এলকেএস লোদজে যোগ দেন ভিকুনা। এখনও সেখানেই কোচ রয়েছেন তিনি। তবে সব ঠিকঠাক থাকলে তিনি ডায়মন্ড হারবারের পরবর্তী কোচ হতে পারেন। আইএফএ থেকে ইতিমধ্যেই অনুমোদন পেয়ে গিয়েছে ডায়মন্ড হারবার। প্রথম ডিভিশনে খেলতে চলেছে তারা।