এলন মাস্ক এর টুইটে চাঞ্চল্য! কোকা-কোলায় নাকি কোকেন ফিরিয়ে আনতে চান তিনি। যা শুনে নেটমাধ্যমে হইচই পড়ে গিয়েছে। ঠিক কী বলেছেন বিশ্বের ধনী শিল্পপতি এলন মাস্ক? তাঁর দাবি তিনি টুইটারের পর এবার কিনতে চান কোকা কোলা।
কিন্তু কেন? উত্তরে বলেন, তিনি কোকা কোলায় কোকেন ফিরিয়ে আনতে চান। আসলে ১৯৮০ সাল পর্যন্ত কোকা-কোলায় ব্যবহার করা হত কোকা পাতা। কোকেনের ক্ষেত্রেও এটি ব্যবহার করা হত। সেই কোকা পাতা ফিরিয়ে আনার কথাই বলেছেন মাস্ক। তার কারণটা অজানা নয়।
টেসলা সিইও সাম্প্রতিককালে দাবি করেছেন, তিনি নাকি টুইটারের ১০০ শতাংশ শেয়ার কিনে নিয়েছেন। ৪৪ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে টুইটারের সঙ্গে চুক্তি হয়েছে টেসলা সিইও এলন মাস্কের। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৭ হাজার কোটি। এমনকি, এও শোনা যাচ্ছে যে, টুইটারের প্রাক্তন সিইও পরাগ আগরওয়ালকেও নাকি ৩৪১ কোটি টাকা দিতে হতে পারে।
১৮৮৬ সালে প্রথম তৈরি হয়েছিল কোকা কোলা। জ্যাকব’স ফার্ম থেকে ছড়িয়ে পড়ে এই পানীয়। তারপর থেকে অবশ্য পিছনে ফিরে তাকাতে হয়নি। গ্রাহকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে এই নরম পানীয়। সেখানেই কোকেন ফিরিয়ে আনতে চেয়ে শোরগোল ফেলে দিয়েছেন মাস্ক।