গত দু-তিন দিন ধরে কেন্দ্রের বিরুদ্ধে লাগাতার তোপ দাগছেন বিজেপি সাংসদ অর্জুন সিং। শুধু তাই নয়, মমতা সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে বলেও সরব হয়েছেন তিনি। স্বাভাবিকভাবেই অর্জুনের দলবদল নিয়ে জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। এই পরিস্থিতিতে বিজেপি সাংসদের ভূয়সী প্রশংসা করলেন মদন মিত্র। তিনি বলেন, ‘অর্জুনকে এত সুন্দর দেখতে আগে বুঝিনি’।
বুধবার সিজিও কমপ্লেক্সে সিবিআই-এর দফতরে হাজিরা দিতে এসেছিলেন মদন মিত্র। সেখানেই হঠাৎ করে অর্জুন সিং সম্পর্কে ভালো ভালো কথা বলতে শুরু করেন তৃণমূল বিধায়ক। সম্প্রতি পাট শিল্প নিয়ে কেন্দ্রের বিরুদ্ধেই সুর চড়িয়েছেন বিজেপি সাংসদ। পথে নেমে আন্দোলনেরও হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। এই প্রসঙ্গে মদন মিত্র বলেন, ‘ইংরেজিতে একটা কথা আছে ‘বেটার লেট দ্যান নেভার’।
সঙ্গে মদন যোগ করেন, ‘এখন অর্জুন যদি সত্যি কথা বলে এবং ওর যদি মনে হয় যে, কেন্দ্র পশ্চিমবঙ্গকে বঞ্চনা করছে, কী কারনে বলেছে বলতে পারব না। ওদের হোয়াটসঅ্যাপ গ্রুপও দেখলাম শুভেন্দু ছেড়ে দিয়েছে। হয়ত বিজেপি ছাড়া অন্য কোনও হোয়াটসঅ্যাপ করছে। সেটা আমি জানি না। আমি খুশি। আমরা যেটা দীর্ঘদিন ধরে বলছিলাম, বিজেপির একজন এমপি তাই মনে করেছেন’।
এরপরই অর্জুনের রূপের প্রশংসা করে মদন বলেন, ‘এতদিন বাদে আমার কেন জানি না মনে হচ্ছে, অর্জুনকে বেশ সুন্দর দেখতে। আগে বুঝিনি। অর্জুনকে বেশ দেখতে ভালো, ফর্সা। আমি ভাবছি কাল থেকে অর্জুনের মতো সাদা শার্ট পরব। বেশ ভালো লাগছে’। কামারহাটি, ভাটপাড়ায় বিগত কয়েকটি ভোটে এই অর্জুন সিংয়ের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছিলেন মদন মিত্র। বুধবার তাঁরই গলায় অর্জুনের প্রশংসা শুনে ‘থ’ রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই। তবে কি অর্জুনের দলবদল একপ্রকার পাকা, মদনের প্রশংসার পর সেই জল্পনা আরও বাড়ল।