রাজ্য ও কলকাতা পুলিশে ফের গুরুত্বপূর্ণ রদবদল ঘটল। মঙ্গলবার মালদা, বাঁকুড়া, বারুইপুর সহ পাঁচ জেলার পুলিশ সুপারকে বদলি করা হল। সেই সঙ্গে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের আইজি রাজেশ যাদবকে কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার-৩ পদে বদলি করা হয়েছে। রাজ্য পুলিশের পাশাপাশি কলকাতা, চন্দননগর ও বিধাননগর পুলিশ কমিশনারেটেরও বেশ কয়েকজন আধিকারিককে বদলি করা হয়েছে।
উল্লেখ্য, নবান্ন থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে ডায়মন্ডহারবার পুলিশ জেলার সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে রানাঘাটের পুলিশ সুপার পদে পাঠানো হচ্ছে। তাঁর জায়গায় ডায়মন্ডহারবারের নতুন পুলিশ সুপার হচ্ছেন ধৃতিমান সরকার। তিনি বাঁকুড়ার পুলিশ সুপার পদে ছিলেন। তাঁর জায়গায় বাঁকুড়ার পুলিশ সুপার হয়ে যাচ্ছেন বারুইপুরের পুলিশ সুপার বৈভব তিওয়ারি। বারুইপুরের নতুন পুলিশ সুপার হচ্ছেন খড়গপুর রেল পুলিশের সুপার পুষ্পা। মালদার পুলিশ সুপার অমিতাভ মাইতিকে স্পেশাল সুপার, আইবি পদে পাঠানো হয়েছে। তাঁর জায়গায় যাচ্ছেন সিআইডি’র স্পেশাল সুপার প্রদীপ কুমার যাদব। রানাঘাটের পুলিশ সুপার সায়ক দাসকে সিআইডির স্পেশাল সুপার পদে পাঠানো হয়েছে।
এই রদবদলের তালিকা অনুযায়ী, কলকাতা পুলিশের ডিসি ডিডি হচ্ছেন বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি (সদর) সূর্যপ্রতাপ যাদব। তাঁর জায়গায় বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি (সদর) হচ্ছেন কলকাতা পুলিশের ডিসি ডিডি দেবস্মিতা দাস। চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিসি (সদর) প্রবীন প্রকাশকে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগের ডিসির দায়িত্ব দেওয়া হয়েছে। হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষকে দার্জিলিংয়ের অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে। হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার হয়েছেন পূর্ব মেদিনীপুর এসপি অফিসের ওএসডি শ্রদ্ধা এন পাণ্ডে।