এবার মালয়ালম ছবির অভিনেতা-প্রযোজক বিজয় বাবুর বিরুদ্ধে উঠল কাস্টিং কাউচের অভিযোগ। ছবিতে কাজ দেওয়ার নামে যৌন নিগ্রহ করেছেন বিজয়— পুলিশের কাছে এমনই নালিশ জানিয়েছেন কোঝিকোড়ের বাসিন্দা এক মহিলা। তাঁর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই মামলা রুজু করেছে পুলিশ। যদিও অভিনেতা-প্রযোজককে এখনও গ্রেফতার বা জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়নি।
গত ২২ এপ্রিল দায়ের করা ওই অভিযোগে নিগৃহীতা জানিয়েছেন, নিজের ছবিতে চরিত্র পাইয়ে দেওয়ার টোপ দিয়ে কোচিতে নিজের ফ্ল্যাটে তাঁকে ডাকেন বিজয় বাবু। সেখানেই তিনি যৌন নিগ্রহের শিকার হন। অভিযোগপত্রে মহিলার আরও দাবি, এক বার নয়, একাধিক বার তাঁর সঙ্গে এই ঘটনা ঘটেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কেরালা পুলিশ। তবে এখনও গ্রেফতার করা হয়নি বিজয় বাবুকে। জিজ্ঞাসাবাদের জন্যও তলব পাননি এই অভিনেতা-প্রযোজক।