এবার ময়নাগুড়িতে দেখা মিলল ম্যাকাও পাখির। গ্রামে অদ্ভুত পাখি দেখতে পেয়ে ভিড় করে তার ছবি তুলতে শুরু করে শখের ফোটোগ্রাফাররা। এত লোকজন দেখে বিরক্ত হয়ে চিৎকার করতে শুরু করল বিদেশী ম্যাকাও। জানা গেছে, বুধবার সকালে ময়নাগুড়ি ব্লকের হেলাপাকড়ি অঞ্চলের পারেরবাড়ি এলাকার দীপু দাসের বাড়ির জানলায় পাখিটি উড়ে এসে পড়ে। ওই বাড়ির সদস্যরা পাখিটিকে উদ্ধার করে বেঁধে রাখে।
এরপর তারা খবর দেয় পরিবেশ কর্মীদের ও বন দফতরে। খবর পেয়ে এলাকার উদ্দেশে রওনা দিয়েছেন ময়নাগুড়ি পরিবেশপ্রেমী সংগঠনের সম্পাদক নন্দু রায়। কিন্তু কীভাবে এই পাখি এখানে এল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এলাকায়। কিছুদিন আগেই এই এলাকার কাছাকাছি চ্যাংরাবান্ধা সীমান্ত থেকে পাচারের সময়ে কয়েকটি ম্যাকাও পাখি উদ্ধার করেছিল বিএসএফ।