মারাত্মক দুর্ঘটনার কবলে পড়ল অনুব্রতর দেহরক্ষীর গাড়ি। ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়েছে। ইলামবাজারের কাছে মঙ্গলবার গভীর রাতের ঘটনা। ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুচড়ে গিয়েছে গাড়িটি। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
অনুব্রত মণ্ডলের দেহরক্ষীর কাজ করেন সায়গল হোসেন। গরু পাচার মামলায় কিছুদিন আগে সিবিআইয়ের জেরার মুখোমুখি হতে হয়েছিল তাঁকে। মঙ্গলবার রাতে বীরভূমের ইলামবাজার এলাকায় তাঁর গাড়িই দুর্ঘটনার কবলে পড়ে। আহত হয়েছেন সায়গল হোসেন নিজেও। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গিয়েছে, অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেন পরিবারের সঙ্গে দুর্গাপুর গিয়েছিলেন। মঙ্গলবার গভীর রাতে ইলামবাজার হয়ে ফিরছিলেন বোলপুরে। একটি গাড়িতে ছিল সাইগেলের ৩ বছরের মেয়ে ও এক পেট্রল পাম্প মালিক, মাধব দাস। অন্যগাড়িতে ছিলেন সাইগেল, তাঁর বড় মেয়ে ও স্ত্রী। ইলামবাজার এলাকায় ডাম্পারের সঙ্গে সংঘর্ষ হয় অনুব্রতর দেহরক্ষী সায়গলের একটি গাড়ির। দুমড়ে মুড়চে যায় সেটি। বিকট শব্দ পেয়ে ছুটে যান স্থানীয়রা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়।
সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে ক্ষতিগ্রস্ত গাড়িটি থেকে উদ্ধার করে সাইগেলের ছোট মেয়ে ও মাধব দাসকে। তড়িঘড়ি তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। গুরুতর জখম ওই গাড়ির চালকও। পুলিশের তরফে জানানো হয়েছে, দেহদুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কীভাবে ঘটল দুর্ঘটনা। গাড়ির গতিবেগ কত ছিল। কোনও যান্ত্রিক সমস্যা ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।