মূল্যবৃদ্ধি যুঝতে ভারতেও সুদের হার বাড়ানো জরুরি বলে মনে করেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। কিন্তু তাকে যেন রাজনীতিবিদ বা আমলাদের তরফে ‘দেশদ্রোহী কার্যকলাপের’ তকমা না-দেওয়া হয়, সে নিয়ে সতর্ক করলেন তিনি।
গত ক’মাসে বিশ্ব জুড়েই মাথাচাড়া দিয়েছে মূল্যবৃদ্ধির হার। যা যুঝতে বিভিন্ন দেশ সুদ বাড়ানোর পথে হাঁটছে। ভারতেও খুচরো মূল্যবৃদ্ধি মার্চে পৌঁছেছে ৬.৯৫ শতাংশে। যা রিজ়ার্ভ ব্যাঙ্কের সহমসীমার থেকে বেশি। তেমনই পাইকারি বাজারেও তা পৌঁছে গিয়েছে ১৪.৫৫ শতাংশে। এই পরিস্থিতিতে গত ঋণনীতি মিলিয়ে টানা ১১ বার সুদ স্থির রেখেছে শীর্ষ ব্যাঙ্ক। তবে তাদের ইঙ্গিত, আগামী দিনে তা বাড়ানোর রাস্তা খোলা।
রাজনের বক্তব্য, ‘মূল্যবৃদ্ধির বিরুদ্ধে যুদ্ধ’ কখনওই শেষ হয় না। ভারতেও তা মাথাচাড়া দিচ্ছে। সারা বিশ্বে যে ভাবে সুদ বাড়ছে, দেশেও কোনও সময়ে গিয়ে রিজ়ার্ভ ব্যাঙ্ককে সুদ বাড়াতে হবে। আর এই প্রসঙ্গেই শিকাগো বুথ স্কুল অব বিজ়নেসের অধ্যাপক বলেন, ‘রাজনৈতিক নেতা এবং আমলাদের বুঝতে হবে যে, সুদের হার বাড়ানো বিদেশি লগ্নিকারীদের সুবিধা করে দেওয়ার পদ্ধতি নয়, যাকে ‘দেশদ্রোহী কাজের’ তমকা দেওয়া যায়। বরং একে অর্থনীতি স্থিতিশীল করতে লগ্নি হিসেবে ভাবা উচিত। যার ফলে আখেরে লাভ হবে ভারতেরই।’