আজ, অর্থাৎ সোমবার থেকেই শুরু হল ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এদিন নজরুল মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুভারম্ভ হল এই উৎসবের। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শত্রুঘ্ন সিনহা। হাজির ছিল প্রায় গোটা টলিউড। এবছর সত্যজিৎ রায়ের জন্ম শতবর্ষপূর্তি। সেই উপলক্ষে গান ও নাচের মধ্যে দিয়ে বিশেষ সম্মান জানানো হয় তাঁকে।
আজকের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে উঠে বাংলা সিনেমার গৌরবের কথাই। তাঁর কথায়, “বাংলা সিনেমার জৈলুস হারায়নি। বাংলা চলচ্চিত্র বিশ্ব সেরা। তবে একটাই বিষয় আমরা তেমন ব্র্যান্ডিং পাই না।” বলিউডের প্রসঙ্গ তুলে এদিন মমতা জানান, “বলিউডের অনেক অর্থ রয়েছে। অনেকেই বলিউডের সিনেমা অর্থ লগ্নী করে। বাংলায় এটা খুবই কম হয়। প্রচুর মানুষ সিনেমা দেখে, প্রচুর মানুষ এই শিল্পের সঙ্গে যুক্ত। ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়েও অর্থনীতি তৈরি হয়। শুধু সিনেমা কেন, টেলি ধারাবাহিকও অর্থনীতিকে এগিয়ে দিচ্ছে। কত মানুষ দেখছে, কত মানুষ আনন্দ পাচ্ছে। শত্রুঘ্নকে অনুরোধ করব, বলিউডের সঙ্গে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে।”
পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, “আমরা এবার বিশ্ব বাণিজ্য সম্মেলনে ফিল্ম ইন্ডাস্ট্রিকে ডাকতে ভুলে গিয়েছিলাম। তবে পরের বছর ১লা ফেব্রুয়ারি থেকে ৩রা ফেব্রুয়ারি যে বিশ্ব বাণিজ্য সম্মেলন হবে, সেখানে ফিল্ম এবং টেলিভিশন সেক্টরকে ডাকা হবে। সেখানে অনেক মউ স্বাক্ষর হতে পারে।” চলচ্চিত্র উৎসব চলবে ১লা মে পর্যন্ত। উৎসবে, থাকবে মোট ২০০টি শো। নন্দনের তিনটি, নজরুল তীর্থের দু’টি প্রেক্ষাগৃহ ছাড়াও রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, চলচ্চিত্র শতবর্ষ ভবন ও ওকাকুরা ভবনে শো দেখানো হবে। গতবছর ছিল সত্যজিৎ রায়, চিদানন্দ দাশগুপ্ত এবং মিকলোস জানকসোর জন্ম শতবর্ষ। ত্রয়ীকে বিশেষ শ্রদ্ধা জানাতে তালিকায় রাখা হয়েছে তাঁদের তৈরি সিনেমা এবং তথ্যচিত্র। দিলীপ কুমার, বুদ্ধদেব দাশগুপ্ত, স্বাতীলেখা সেনগুপ্ত, সুমিত্র ভাব, অভিষেক চট্টোপাধ্যায়, জিন পল বেলমন্ড, জিন ক্লড ক্যারিয়ারকেও বিশেষ সম্মান জানাতে তাঁদের অভিনীত সিনেমাও প্রদর্শিত হবে।