মোদী জমানার শুরু থেকেই দেশের বিরোধী রাজনৈতিক দলগুলো অভিযোগ করে আসছে, স্কুলশিক্ষায় গৈরিকীকরণের চেষ্টা চালাচ্ছে বিজেপি এবং সঙ্ঘ পরিবার। এবার ফের তেমনই অভিযোগ উঠেছে। সম্প্রতি পাঠ্যক্রম থেকে বেশ কিছু বিষয় বাদ দিয়েছে সিবিএসই। এই আবহেই এবার সিবিএসই-কে ‘রাষ্ট্রীয় শিক্ষা শ্রেডার’ বলে কটাক্ষ করেছেন রাহুল গান্ধী। শিক্ষকমহলের একাংশেরও অভিযোগ, এই বিষয়গুলি পাঠ্যক্রম থেকে সরিয়ে শিক্ষার গৈরিকীকরণ করতে চাইছে বিজেপি।
প্রসঙ্গত, একাদশ ও দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাসের সূচি থেকে মোগল দরবার থেকে শীতযুদ্ধ, অ্যাফ্রো-এশিয়ান ইসলামিক সাম্রাজ্যসহ আরও অনেক কিছু বাদ দিয়েছে সিবিএসই। পাশাপাশি পাকিস্তানি কবি ফৈজ আহমেদ ফৈজের কবিতাও বাদ পড়েছে। এই আবহেই সিবিএসই-কে ‘রাষ্ট্রীয় শিক্ষা শ্রেডার’ বলে অভিহিত করেছেন রাহুল। পাশাপাশি একটি শ্রেডিং মেশিনের ছবি পোস্ট করেছেন কংগ্রেস নেতা। গ্রাফিক্সের মাধ্যমে তিনি অভিযোগ করছেন যে ভারতীয় শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলা হচ্ছে।
উল্লেখ্য, সিবিএসইর জারি করা নির্দেশিকায় উল্লেখ করা হয় যে, জোট নিরপেক্ষ আন্দোলন, শীতযুদ্ধ, মোগল দরবারের ইতিহাসের মতো বিষয় ফাইনাল পরীক্ষায় আসবে না। এছাড়া কৃষির ওপর বিশ্বায়নের প্রভাব থেকে শুরু করে আফ্রিকায় মুসলিম সাম্রাজ্যের প্রসারের মতো বিষয়গুলিও বাদ দেওয়া হয়। পাশাপাশি রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে গণতন্ত্র ও বৈচিত্র্য এবং দশম শ্রেণির সাহিত্যে ফৈজ আহমেদের দুটি কবিতার অনুবাদ বাদ দেওয়া হয়েছে।