রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ জেতানো দুরন্ত শতরানের পরেও জরিমানার মুখে পড়েছেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুলের। শুধু রাহুল নয়, দলের প্রথম একাদশের বাকি ক্রিকেটারদেরও জরিমানা করা হয়েছে।
রোহিত শর্মাদের বিরুদ্ধে মন্থর বল করার জন্য ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে রাহুলকে। এ বারের আইপিএলে দ্বিতীয় বারের জন্য একই অপরাধ করলেন রাহুল। তাই তাঁর জরিমানার অঙ্ক বেশি। এর পর ফের একই অপরাধ করলে এক ম্যাচ নির্বাসিত করা হবে লখনউয়ের অধিনায়ককে।
পাশাপাশি, রাহুল ছাড়া লখনউয়ের প্রথম একাদশে থাকা বাকি ক্রিকেটারদের ছ’লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা দিতে হলেও অবশ্য রোহিত শর্মাদের হারিয়ে লিগ তালিকায় প্রথম চারে ঢুকে পড়েছেন রাহুলরা। মুম্বইয়ের বিরুদ্ধে ৬২ বলে ১০৩ রান করেন রাহুল। এ বারের আইপিএলে এটি তাঁর দ্বিতীয় শতরান। দু’টিই হল মুম্বইয়ের বিরুদ্ধে। প্রথমে ব্যাট করে ১৬৮ রান করে লখনউ। জবাবে ১৩২ রানে শেষ হয়ে যান রোহিতরা। ৩৬ রানে ম্যাচ জেতে লখনউ।