২২ বছরের নীরজ আহিরওয়ার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের দামো জেলার সাগোরিয়া গ্রামের বাসিন্দা। নীরজের অভিযোগ, গ্রামের উচ্চবর্ণের লোকেরা তাঁকে হুমকি দিয়েছিল- রীতি মেনে ঘোড়ায় চেপে গ্রাম ঘুরে বিয়ে করতে পারবে না সে। ঘোড়ায় চাপা তাঁর সাজে না, কারণ সে নীচু জাত, দলিত। উচ্চবর্ণ লোধি সম্প্রদায়ের কেষ্টবিষ্টুরা এই নির্দেশ দিয়েছিল তাঁকে। অন্যথায় বিয়ে ভণ্ডুল করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছিল।
এরপরে বুদ্ধি করে একটি ভিডিও তৈরি করেন নীরজ। সেখানে গোটা ঘটনা জানিয়ে পুলিশি পাহারার আবেদন জানান তিনি। সেই আবেদনে সাড়া দিয়েছে স্থানীয় পুলিশ। এদিন গ্রামে বিরাট পুলিশ বাহিনী আসে। এরপর ঘোড়ায় চেপে গ্রাম ঘুরে মন্দিরে পুজো দিয়ে বিয়ে করতে অসুবিধা হয়নি নীরজের। পুলিশের কাজে খুব খুশি সদ্য বিবাহিত তরুণ। নীরজ বলেন, ‘আমি সত্যিই খুশি, মানুষ যেভাবে পাশে থেকেছে! পুলিশ খুব সহযোগিতা করেছে’।
দামোর পুলিশ সুপার ডি আর তেনিওয়ার বলেন, ‘নীরজের ভিডিও দেখেই ব্যবস্থা নিয়েছি আমরা। গ্রামে পুলিশ পাঠানো হয়। সবকিছু ভাল ভাবে হয়েছে’। স্বভাবতই পুলিশের এমন কাজের প্রশংসা করছেন সকলে। কিন্তু কেউ কেউ প্রশ্নও তুলছেন, ২০২২ সালেও এমন ঘটনা কেন! উচ্চবর্ণের ভয়ে পুলিশি পাহারায় বিয়ে হবে কেন দলিত তরুণের!