আগামী এক বছরের মধ্যেই বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন করার ঘোষণা মমতার। জানালেন, আগামী বছর ২০২৩ সালের ১, ২ এবং ৩ ফেব্রুয়ারি আয়োজিত হবে পরবর্তী বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন।
বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে গত দু’দিনে ৩ লক্ষ ৪২ হাজার ৩৭৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। সম্মেলনের দ্বিতীয় দিন বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা জানিয়েছেন, স্রেফ গত ৪৮ ঘণ্টায় বিভিন্ন সংস্থার সঙ্গে ১৩৭টি মউ স্বাক্ষর করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর দাবি, এই বিরাট অঙ্কের বিনিয়োগ প্রস্তাব কার্যকরী হলে ৪০ লক্ষ বেকারের কর্মসংস্থান হবে। মমতা জানিয়েছেন, এবারের বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন এখনও পর্যন্ত সবচেয়ে সফল সম্মেলন।
বাংলায় বিনিয়োগের আগ্রহ প্রকাশের জন্য শিল্পপতিদের ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে ধন্যবাদ জানিয়েছেন, কোভিড যোদ্ধাদের। করোনাকালে প্রতিবন্ধকতা সত্ত্বেও যেভাবে এই সম্মলন সফল করা সম্ভব হয়েছে, তাতে আপ্লুত মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, মানুষের মধ্যে আত্মবিশ্বাস বাড়ানোর জন্য এই সময় সম্মেলন করা জরুরি ছিল। মমতা এদিন বলেন, ‘অনেকে আমাকে বলেছিল, এখন শিল্প সম্মেলন করবেন না। এখন কারা বিনিয়োগ করবে? বিশ্বের বিভিন্ন প্রান্তের শিল্পদ্যোগীরা বিনিয়োগ করতে চাইবেন না। কিন্তু আমি বলেছিলাম চলুন না করে দেখি। মানুষের মধ্যে আত্মবিশ্বাস বাড়াতে হবে’।
শিল্পদ্যোগীদের উদ্দেশে মমতার বার্তা, ‘বাংলায় এখন স্থিতিশীলতা এসেছে। তাই চিন্তার কোনও কারণ নেই। বিপর্যয় আসতেই পারে, কিন্তু তাতে উন্নয়ন আটকাবে না। বিপর্যয় আসে-যায়। উন্নয়নের কাজ চালিয়ে যেতে হবে। এমন মহামারী আসতেই পারে। এরপর এলে আমরা লড়াই করব। বাংলা রাস্তা দেখিয়েছে। এবার বাকিরাও করবে। এটা শিল্পের উৎসব। আমরা ধর্মীয় উৎসব করি। এবার শিল্পের উৎসব পালন করছি’। মমতা জানিয়েছেন, আগামী বছর শিল্প সম্মেলন হবে ১, ২ ও ৩ ফেব্রুয়ারি।