হিংসার রাজনীতি কোনও ভাবেই বরদাস্ত করবে না দল। সে কথা আগেই স্পষ্ট করে দিয়েছিল তৃণমূল। বেহালার চড়কতলার ঘটনায় বাবন ওরফে সোমনাথকে বহিষ্কার করে ছিল তারা। এবার এই চড়কতলার ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে তিনি যে উদ্বিগ্ন তা ফোন করে জানিয়েছিলেন এলাকার বিধায়ক রত্না চট্টোপাধ্যায়কে।
প্রসঙ্গত, মঙ্গলবার মাঝরাতে ব্যাপক সংঘর্ষ হয় চড়কতলায়। বেধড়ক মারধরের পাশাপাশি গাড়ি, মোটরবাইক, স্কুটি–সহ একাধিক গাড়িতে চলেছিল ভাঙচুর। ভাঙচুর চালানো হয় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসেও। কলকাতা পুরসভার ১২১ নম্বর ওয়ার্ডে এই ঘটনায় নাম জড়িয়ে যায় বাপন বন্দ্যোপাধ্যায়, বাবান বন্দ্যোপাধ্যায় এবং তানা ভট্টাচার্যের বিরুদ্ধে। এই ঘটনায় তৃণমূল যুব সভাপতি বাপন বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করেছিল তৃণমূল। এবার পরিস্থিতি বিচার করে তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।
