৩ এবং ৪ মে মেঘালয় সফরে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী বছর উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্যটিতে বিধানসভা নির্বাচন। তার আগে সেখানে যাবেন অভিষেক। এই মুহূর্তে মেঘালয়ের রাজনীতিতে প্রধান বিরোধী দলের মর্যাদা পেয়েছে বাংলার শাসকদল। নির্বাচনী যুদ্ধের স্ট্র্যাটেজি ঠিক করতেই অভিষেকের ২ দিনের সফর বলে মত রাজনৈতিক মহলের।
ডিসেম্বরের প্রথম দিকেই মেঘালয়ের রাজনৈতিক চিত্রে অনেকটা বদল আসে। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা মুকুল সাংমা ১১ জন বিধায়ককে নিয়ে তৃণমূলে যোগ দেন। উপরন্তু মেঘালয়ের বিধানসভার স্পিকারের কাছে দলত্যাগী বিধায়কদের বিধায়ক পদ খারিজের আরজি জানিয়েও সুরাহা হয়নি কংগ্রেসের। স্পিকার মন্তব্য করেন যে, দলত্যাগী বিধায়কদের বিধায়ক পদ খারিজের কোনও প্রয়োজন নেই। ফলে মেঘালয় বিধানসভায় আনুষ্ঠানিকভাবে বিরোধী দলের মর্যাদা পায় তৃণমূল।
সেই সংগঠনকেই আরও চাঙ্গা করতে চায় তৃণমূল। সেই লক্ষ্যে আগামী ৩ ও ৪ তারিখ মেঘালয় সফরে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে একাধিকবার তিনি ত্রিপুরায় গিয়েছেন। এবার মেঘালয়ে যাচ্ছেন। আগামী বছর অর্থাৎ ২০২৩ সালে মেঘালয় ও আসামে বিধানসভা ভোট।