আরএসএস প্রধান মোহন ভাগবতের মন্তব্য ঘিরে ফের শোরগোল পড়ল দেশজুড়ে। হরিদ্বারে এক সভায় তিনি বলেন, ‘হাতে লাঠি নিয়ে অহিংসার কথা বলব। কারণ এই দুনিয়া এখন শুধুই ক্ষমতা বোঝে’। ভাগবতের এমন মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে।
হরিদ্বারের সভায় আরএসএস প্রধান বলেছেন, ‘আপনারা প্রায় ২০-২৫ বছরের কথা বলেন, কিন্তু, আমরা যদি আরও গতি বাড়াই, তাহলে সেটা ১০-১৫ বছরেই সম্ভব…এই সময়কালে আমরা দেখব সেই ভারতকে, যে ভারতকে কল্পনা করেছিলেন স্বামী বিবেকানন্দ ও ঋষি অরবিন্দ’। তিনি আরও বলেছেন, ‘সবকিছু এক লহমায় অর্জন করা যাবে না। আমার সেই ক্ষমতা একেবারেই নেই…যখন জনসাধারণ প্রস্তুত থাকবে, তখনই সবকিছুর বদল ঘটবে। আমরা সেই প্রস্তুতি পর্ব শুরু করেছি। কোনও ভয় না পেয়ে আমরা সকলে একসঙ্গে পথ চলব। আমরা অহিংসার কথা বলব, কিন্তু আমরা লাঠি নিয়ে হাঁটব। এবং ওই লাঠিটা হবে অনেক শক্তিশালী’।4
এই প্রসঙ্গে মোহন ভাগবত আরও বলেন, ‘আমাদের কারও সঙ্গে কোনও শত্রুতা থাকবে না। এই দুনিয়া শুধুই ক্ষমতা বোঝে। ফলে আমাদের আরও শক্তিশালী হতে হবে’। তাঁর কথায়, ‘ধর্মের উদ্দেশ্যই হল ভারতের উদ্দেশ্য। স্বামী বিবেকানন্দ বলেছেন, ধর্ম হল ভারতের জীবন…ধর্মের অগ্রগতি ছাড়া ভারতের উন্নতি সম্ভব নয়।সনাধন ধর্মই হল কেবল হিন্দু রাষ্ট্র। ভারতের অগ্রগতি নিশ্চিত”।কার্যত হুঁশিয়ারির সুরে আরএসএস প্রধান এও বলেছেন, ‘’যারা এই অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়াবে, তাদের খতম করা হবে। কিন্তু, ভারত থেমে থাকবে না’।