নতুন বছরেই আনকোরা চমক। নববর্ষের সকাল মানেই ময়দানে বার পুজো। এটাই রেওয়াজ। বাংলার ফুটবল সংগঠকদের কাছে পয়লা বৈশাখ হল ফুটবল মরসুমের নববর্ষ। আর বাংলা নববর্ষের দিনই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের পথচলা শুরু হচ্ছে। আজ, বৃহস্পতিবার প্রকাশিত হল ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের টিজার। ৩৫ সেকেন্ডের টিজার বেশ জমকালো। টিজারে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফুটবলে শট নিচ্ছেন। আনুষ্ঠানিকভাবে আগামিকাল পয়লা বৈশাখে আত্মপ্রকাশ করতে চলেছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব।
প্রসঙ্গত, কলকাতা লিগের প্রথম ডিভিশনে খেলতে চেয়ে আইএফএ-র কাছে আগেই আবেদন করেছিল দলটি। এমপি কাপে খেলতে গিয়ে ডায়মন্ড হারবার ক্লাব আবির্ভাবেই সাড়া ফেলে দিয়েছিল। তখনই ডায়মন্ডহারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, ডায়মন্ড হারবারের একটি দলকে কলকাতা লিগে খেলাবেন তিনি। এবার বাস্তবায়িত হচ্ছে সেই উদ্যোগ।
উল্লেখ্য, ক্লাবের চিফ প্যাট্রন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে। সচিব পদে রয়েছেন প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য। সভাপতি গৌরাঙ্গ বন্দ্যোপাধ্যায়। দলের কোচ কৃষ্ণেন্দু রায়। দক্ষিণ ২৪ পরগনার বাটানগর মাঠকেই হোম গ্রাউন্ড করে ফার্স্ট ডিভিশনে খেলতে নামবে ডায়মন্ড হারবার ক্লাব। ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের আত্মপ্রকাশ নিয়ে উৎসাহ ফুটবলমহলে। প্রাক্তন ফুটবলার বাইচুং ভুটিয়া থেকে শুরু করে মেহতাব হোসেন সকলেই নতুন ক্লাব নিয়ে উচ্ছ্বসিত।