বৃহস্পতিবার এক অদ্ভুত ঘটনার সাক্ষী থাকল রাজ্য বিধানসভা। রাজ্যপাল জগদীপ ধনকরকে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়া থেকে থামালেন স্পিকার বিমান বন্দ্যাপাধ্যায়। রাজ্যপালকে উত্তর দেওয়া থেকে বিরত থাকতে অনুরোধ করলেন তিনি।
এ দিন বিধানসভার একটা অনুষ্ঠানে যোগ দেন রাজ্যপাল জগদীপ ধনকরকে এবং স্পিকার বিমান বন্দ্যাপাধ্যায়। এরপর বাইরে সাংবাদিকদের মুখোমুখি হন তাঁরা। রাজ্যের বিভিন্ন ইস্যু নিয়ে সাংবাদিকদের সামনে মুখ খোলেন জগদীপ ধনকর।
সমালোচনা করে সরকারের অস্বস্তিতে বাড়ান তিনি। রাজ্যপালের বক্তব্যের মাঝেই হঠাৎ করে তাঁকে স্পিকার থামান এবং আপত্তি জানান। বিমান বন্দ্যাপাধ্যায় স্পষ্ট বলেন, ‘এটা সাংবাদিক সম্মেলন নয়’। তিনি বলেন, ‘প্রত্যেকের নিজস্ব গণ্ডি রয়েছে। সেই গণ্ডি অনুযায়ীই কাজ করা উচিত। রাজ্যপাল অনেক কথা বললেন। যা পুরোপুরি ঠিক না। আমরা সংবিধান মেনেই কাজ করি’।