অনুব্রত মণ্ডলের দ্রুত আরোগ্য কামনায় বীরভূমের নানুরের বাসা পাড়ার ঐতিহ্যবাহী কালী মন্দিরে যজ্ঞের আয়োজন করলেন স্থানীয় বাসিন্দারা। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।
এরইমধ্যেই গরু পাচার কাণ্ডের তদন্তের স্বার্থে নিজাম প্যালেসে আসার জন্যে সি বি আই -এর চিঠি যায় অনুব্রত মণ্ডলের কাছে। তবে আগের চিঠিতে কোর্ট থেকে রক্ষাকবচ পেলেও এবার রক্ষাকবচ মেলেনি পাঁচ নম্বর চিঠিতে।
গত ৬ এপ্রিল বেলা এগারোটার মধ্যে তাঁকে উপস্থিত হতে হবে নিজাম প্যালেসে এমনটাই উল্লেখ ছিল সেই চিঠিতে। সেইমতো নিজাম প্যালেস উদ্দেশ্যে অনুব্রত মণ্ডল রওনা দিলেও নিজাম প্যালেস পৌঁছানোর আগেই মাঝ রাস্তায় ঘোরাতে হয় অনুব্রত মণ্ডলের গাড়ি। ৬ এপ্রিল বুকে ব্যথা নিয়ে অনুব্রত মণ্ডল পৌঁছন কলকাতার এসএসকেএম হাসপাতালে। তাঁর শারীরিক পরীক্ষার জন্য সেখানে প্রস্তুত হন মেডিকেল টিম। শারীরিক পরীক্ষার পর তাঁরা জানান প্রয়োজনে হাসপাতালে ভর্তি করা হবে তাঁকে।
তবে আগেও একাধিকবার শারীরিক অসুস্থতা নিয়ে এস এস কে এম এসেছেন অনুব্রত মণ্ডল। এস এস কে এমে এবারে তাঁর চিকিৎসার জন্য গঠন করা হয় সাত সদস্যের মেডিকেল বোর্ড। প্রাথমিক শারীরিক পরীক্ষায় জানা যায়, অনুব্রত মণ্ডলের শরীরে অক্সিজেনের মাত্রা কম রয়েছে, সঙ্গে রয়েছে হাই ব্লাড প্রেসার, বুকে রয়েছে হালকা ব্যথা ও অন্যান্য শারীরিক সমস্যা। আর সেই কারণেই এস এস কে এম হাসপাতাল থেকে এখনও ছুটি পাননি অনুব্রত।