অবশেষে গ্রেফতার হলেন বজরং মুনি দাস৷ ‘মুসলিম মহিলাদের ধর্ষণ’ মন্তব্যে তাঁর বক্তব্যে তোলপাড় পড়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়৷ উঠেছিল নিন্দার ঝড়। ওই মন্তব্যের ১১ দিন পর পুলিশ তাঁকে গ্রেফতার করল৷ বুধবার সীতাপুর থেকে গ্রেফতার করা হয় তাঁকে৷ নবরাত্রি ও হিন্দু নববর্ষ উপলক্ষে গত ২রা এপ্রিল উত্তরপ্রদেশের খৈরাবাদ শহরে অনুগামীদের নিয়ে মিছিল বের করেছিলেন বজরং মুনি দাস৷
স্থানীয়রা জানিয়েছেন, মিছিল যখন একটি মসজিদের পাশ দিয়ে যাচ্ছিল তখনই উস্কানিমূলক ভাষণ দেন সন্ত৷ ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, গাড়ির ভিতর চালকের পাশের আসনে বসে মাইকে অনুগামীদের উদ্দেশে ভাষণ রাখছেন এক গেরুয়া বসনধারী৷ বলছেন, “হিন্দু মেয়েদের উত্যক্ত করা হলে তোমাদের ঘর থেকে মহিলাদের বের করে এনে আমি ধর্ষণ করব৷ এই আমি খোলাখুলি বলে গেলাম।” সাধুর কথায় উল্লাসে ফেটে পড়েন তাঁর অনুরাগীরা৷ এই ভিডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় নিন্দার রোল ওঠে। এরপরই সন্ত বজরং মুনিকে গ্রেফতারের দাবি।ওঠে সোশাল মিডিয়ায়। সকলের দাবি, অবিলম্বে গ্রেফতার করা হোক সন্তকে।