মঙ্গলবার রাজ্যের এক লোকসভা এবং এক বিধানসভা কেন্দ্রে ছিল উপনির্বাচন। দুই কেন্দ্রেই শান্তিপূর্ণ ভোট হলেও দেখা গেল আসানসোলে শেষ পর্যন্ত ভোট পড়েছে ৬৬.৪২ শতাংশ৷ এবং বালিগঞ্জে ভোটদানের হার টেনেটুনে চল্লিশ শতাংশ ছাড়িয়েছে। মঙ্গলবার বালিগঞ্জে উপনির্বাচনে ভোট পড়েছে মাত্র ৪১.২৩ শতাংশ৷
প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে আসানসোলে ভোট দানের হার ছিল ৭৬.৬২ শতাংশ৷ গত বছর বিধানসভা নির্বাচনে বালিগঞ্জে ভোট দানের হার ছিল প্রায় ৬১ শতাংশ৷ উপনির্বাচনে ভোটদানের হার সাধারণত কিছুটা কমই হয়৷ সেই নিরিখে আসানসোলে বুধবার ভোটারদের উৎসাহ যথেষ্টই ছিল বলে ধরে নেওয়া যায়৷ উপনির্বাচন হলেও সেখানে ভোট পড়েছে প্রায় ৬৭ শতাংশ৷
অন্যদিকে, শহর কলকাতায় এমনিতেই ভোটদানের হার কিছুটা কম থাকে৷ তার উপরে উপনির্বাচন হলে সেই হার আরও কিছুটা কমে৷ সেই কারণেই বালিগঞ্জে মাত্র ৪১ শতাংশের কিছু বেশি ভোট পড়েছে বলে মনে করা হচ্ছে৷ আবার, রমজান মাস, প্রবল গরম একটা কারণ হতেই পারে৷