এবার ঠিকাদারের মৃত্যুতে বিতর্ক আরও দানা বাঁধল বিজেপি শাসিত কর্ণাটকে। এবার রাজ্যের গ্রামন্নোয়ন ও পঞ্চায়েত মন্ত্রী কেএস ঈশ্বরাপ্পার বিরুদ্ধে এফআইআর করল মৃত ঠিকাদারের পরিবার। ওই এফআইআর-এ মন্ত্রীর দুই সঙ্গী বাসবরাজ এবং রমেশের নামও রয়েছে। মৃত ঠিকাদারের ভাই প্রশান্ত পাটিল বুধবার হুঁশিয়ারি দিয়েছেন, এফআইআর-এ নাম থাকা প্রত্যেককে গ্রেফতার না করা পর্যন্ত তাঁরা মৃতদেহ নেবেন না।
পুলিশ জানিয়েছে, মৃত ঠিকাদার সন্তোষ পাটিলের ভাই প্রশান্তের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হয়েছে। অভিযোগপত্রে প্রশান্ত লিখেছেন, গ্রামীণ উন্নয়ন ও পঞ্চায়েতরাজ দফতরের অধীনে হিন্দলাগা গ্রামে ৪ কোটি টাকার কাজের বরাত পেয়েছিলেন সন্তোষ। ওই কাজের জন্য নিজের সমস্ত টাকা বিনিযোগ করেছিলেন। কিন্তু, কাজ হয়ে গেলেও টাকা পাননি। টাকার জন্য মন্ত্রীর কাছে কয়েকবার গিয়েছেন সন্তোষ। কিন্তু, মন্ত্রীর দুই সঙ্গী বাসবরাজ ও রমেশ ৪ কোটি টাকার ৪০ শতাংশ ঘুষ চান বলে অভিযোগপত্রে লেখা হয়েছে।
অভিযোগ দায়ের পর সন্তোষ পাটিলের ভাই প্রশান্ত পাটিল বলেন, ‘দাদার মৃত্যুর বিচার চাই। ঈশ্বরাপ্পা, বাসবরাজ এবং রমেশকে গ্রেফতার করা দরকার। এফআইআর-এ যাঁদের নাম রয়েছে প্রত্যেককে গ্রেফতার করতে হবে। গ্রেফতার না হওয়া পর্যন্ত আমরা দাদার মৃতদেহ নেব না।’ সন্তোষের পরিবারের পাশাপাশি কর্ণাটক কংগ্রেসও মন্ত্রীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে। আজ অতিরিক্ত আইজিপি-র সঙ্গে দেখা করে অভিযোগপত্র জমা দেয় সে রাজ্যের প্রদেশ কংগ্রেস। ঈশ্বরাপ্পাকে গ্রেফতারের দাবি জানিয়েছে তারা।