আসানসোল উপনির্বাচনের দিন নিরাপত্তারক্ষী নিয়েই বুথে ঢোকার অভিযোগ উঠল বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে। এরপরই ওই গোটা ঘটনার রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। অগ্নিমিত্রা পাল নিরাপত্তারক্ষী নিয়ে বুথে ঢুকতে পারবেন না। বিজেপি প্রার্থীকে এমনটাই জানিয়ে দিল নির্বাচন কমিশন। পুলিশ মারফত অগ্নিমিত্রা পালকে বার্তা দিয়েছে নির্বাচন কমিশন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নির্বাচন কমিশন।
এদিকে, বুথে পুলিশ ঢুকছে বলে পাল্টা অভিযোগ করেন অগ্নিমিত্রা পাল। সেই অভিযোগ নিয়েও রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। রাজ্য পুলিশ ভোট কেন্দ্রের ভেতরে, এই অভিযোগের প্রেক্ষিতে তা নিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের থেকে রিপোর্ট চাইল কমিশন। পশ্চিম বর্ধমানের জেলা ইলেকশন অফিসারকে গোটা বিষয়টি দেখার নির্দেশ সিইও অফিসের।
এদিকে, ভোটের দিন শুরুতেই বিজেপি প্রার্থীর ফের হুঁশিয়ারি, ভোটের দিন তৃণমূল গন্ডগোল করতে এলে মারের বদলে পাল্টা মারের রাস্তাতেই হাঁটবেন বিজেপি কর্মীরাও৷ মঙ্গলবার সকালেই বাবা-মাকে প্রণাম করে বাড়ি থেকে বেরিয়ে পড়েন বিজেপি প্রার্থী৷ আসানসোলের এলআইসি বুথে ভোট দেওয়ার পর বিভিন্ন বুথে ঘুরতে শুরু করেন তিনি৷