এবার ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু হত্যা মামলায় কলকাতা হাই কোর্টের একক বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেল রাজ্য। এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাই কোর্টের একক বেঞ্চ। সেই নির্দেশের বিরোধিতা করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে রাজ্য। বৃহস্পতিবার প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।
এই মামলার দ্রুত শুনানির জন্য আবেদন করতে পারে রাজ্য। প্রসঙ্গত, গত ৪ এপ্রিল সিবিআইকে এই মামলার তদন্তভার দেয় বিচারপতি রাজাশেখর মান্থার একক বেঞ্চ। আদালত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে ৪৫ দিনের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে। আদালতের নির্দেশ মতো সিবিআই ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলে গিয়ে তারা তথ্যপ্রমাণ সংগ্রহের কাজও শুরু করেছে।