লোকসভা ও বিধানসভা উপনির্বাচনে দলের দুই তারকা প্রার্থীর হয়ে প্রচারে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ, বৃহস্পতিবার দুপুরে তিনি বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে দলীয় প্রার্থী বাবুল সুপ্রিয়র হয়ে একটি রোড শো করবেন।
দুপুর ২টো নাগাদ বালিগঞ্জ ফাঁড়ি থেকে মল্লিকবাজার পর্যন্ত এই রোড শো করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রচারে কলকাতার সব বিধায়করা হাজির থাকতে পারেন। এ ছাড়া দক্ষিণ কলকাতা জেলা তৃণমূলের সকল নেতৃত্ব হাজির থাকবেন এই রোড শো-তে। অন্যদিকে আগামী ৯ এপ্রিল তিনি আসানসোলে রোড শো করবেন। প্রায় সাড়ে ৩ কিমি রাস্তা জুড়ে তাঁর এই রোড শো করার কথা। ইতিমধ্যেই আসানসোল লোকসভা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নেতা মলয় ঘটক ও অনুব্রত মণ্ডল এই বিষয়ে দলের কর্মীদের প্রস্তুতি শুরু করে দিতে বলেছেন। দুই তারকা প্রার্থী নিজেদের মতো করে প্রতিদিন প্রচার চালাচ্ছেন।
মূলত তাঁরা প্রচার করছেন ছোট ছোট মিছিল ও কর্মীসভা করে। একদিকে পরীক্ষা চলছে, অন্যদিকে প্রচণ্ড গরম। তাই মূলত বিকেলের দিকেই মিছিল বা রোড শো করে জনসংযোগ সেরে ফেলতে চাইছেন দুই প্রার্থী। তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত একাধিক নেতা-কর্মীরা যোগ দিচ্ছেন এই সব প্রচারে।
অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। একই সঙ্গে ২০২১ সালের বাংলার বিধানসভা ভোটের তৃণমূলের জয়ের অন্যতম কারিগর বলা হচ্ছে তাঁকে। একাধিক ইস্যুতে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক আক্রমণ শানিয়েছেন বিজেপিকে। এমনকী, বিভিন্ন সময়ে কেন্দ্রীয় এজেন্সি তাঁকে ডেকে পাঠানোর পরে তিনি হাজিরাও দিয়েছেন। গোটা অধ্যায়টিকে তিনি বিজেপির রাজনৈতিক ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন। ফলে এই পরিস্থিতিতে অভিষেকের প্রচারে নামা, তাও আবার ভোটের একেবারে প্রচারের শেষ অধ্যায়ে যথেষ্ট রাজনৈতিক তাৎপর্যপূর্ণ বলে মনে করছে শাসক দল।