বুধবার দেশজুড়ে বড়সড় বিভ্রাটের মুখে পড়ল জোম্যাটো, সুইগি। বড় দুটি ফুড ডেলিভারি অ্যাপ আধ ঘণ্টার জন্য কাজ করছিল না বলে খবর। যার জেরে বিপাকে পড়তে হয়েছে অনেককেই। সূত্রের খবর, আমাজনের ওয়েব সার্ভিস ক্র্যাশ করে যাওয়াতেই এই বিপত্তি হয়েছে। ওই ওয়েব সার্ভিসের উপর অনেক অনলাইন সংস্থা নির্ভর করে থাকে। বুধবার তাতেই প্রযুক্তিগত কিছু সমস্যা হয়েছে। যার প্রভাব পড়েছে জোম্যাটো, সুইগির মতো অ্যাপগুলিতেও।
যদিও পরিষেবা কিছুক্ষণ বন্ধ থাকার পর ফের স্বাভাবিক হয়েছে জোম্যাটো, সুইগি। আধঘণ্টা মতো এই দুটি অ্যাপ কাজ করছিল না। তাতেই সোশ্যাল মিডিয়ায় অভিযোগের বন্যা বয়ে গেছে। দুই সংস্থার তরফেই ক্রেতাদের বলা হয়েছে, তারা এই ত্রুটির জন্য দুঃখিত। যত দ্রুত সম্ভব পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলে। এরপর ফের ছন্দে ফিরেছে দুটি অ্যাপই।