২০১৮ সালে সর্দার বল্লভভাই প্যাটেলের ১৮২ মিটার উঁচু এক সুবিশাল মূর্তি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০ হাজার বর্গ মিটারেরও বেশি এলাকা জুড়ে অবস্থিত এই মূর্তি তৈরিতে খরচ হয়েছিল প্রায় ৩ হাজার কোটি টাকা! যা নিয়ে সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল। এবার সেই মূর্তিকেই টেক্কা দিয়ে দেশের বৃহত্তম ও উচ্চতম হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপিত হল রাজস্থানের সওয়াই মান সিং হাসপাতালে।
হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর অনুষ্ঠানের ছবি টুইট করে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট লেখেন, হাসপাতালে মোট ১২০০ বেড থাকবে, ১৬৬ আইসিইউ বেড থাকবে, ২০টি ওপিডি থাকবে। থাকবে চারটি ক্যাথ ল্যাব, ১০০টি রেজিস্ট্রেশন কাউন্টার। থাকবে ১৬টি লিফ্ট। এমনকি থাকবে একটি হেলিপ্যাডও, যাতে আপৎকালীন কোনও রোগী দূর থেকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে এসে পৌঁছতে পারেন। সেই সঙ্গেই তৈরি করা হবে চিকিৎসা পরিষেবা দিতে গিয়ে শহিদ হওয়া স্বাস্থ্যকর্মীদের একটি স্মৃতিসৌধ।
অন্যদিকে, সওয়াই মান সি হাসপাতালের কন্ট্রোলার ডক্টর সুধীর ভাণ্ডারী জানিয়েছেন, এই আইপিডি হাসপাতাল সওয়াই মান সিংয়েরই একটি নতুন প্রোজেক্ট। ১১৬ মিটার উঁচু, ২৪ তলার এই হাসপাতালটি দেশের উচ্চতম হাসপাতাল হতে চলেছে। বিশ্বমানের সমস্ত পরিষেবা মিলবে এখানে। পরবর্তী কালে এখানে হার্ট, লিভার, কিডনি এসব অঙ্গ প্রতিস্থাপনও করা হবে। জানা গিয়েছে, জয়পুর ডেভেলপমেন্ট অথরিটির তরফে চলছে এই হাসপাতালের নির্মাণকাজ। ২৫ হাজার ৬৬০ স্কোয়ার মিটার এলাকা জুড়ে গড়ে উঠছে প্রোজেক্ট। মোট সময় লাগবে ৩২ মাসে। এই আইপিডি প্রোজেক্টের মোট বাজেট ৪৫৬.৮০ কোটি টাকা।